১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

বিধ্বস্ত দক্ষিণ কোরীয় বিমানের ব্ল্যাক বক্সে শেষ ৪ মিনিটের তথ্য নেই

-

ডিসেম্বরে বিধ্বস্ত হওয়া দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানের দু’টি ব্ল্যাক বক্স দুর্ঘটনার চার মিনিট আগে রেকর্ডিং বন্ধ করে দেয়। এ কথা জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দেশটির মাটিতে হওয়া সবচেয়ে ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হন। এর আগে দেশটির তদন্তকারীরা বলেছিলেন, ব্ল্যাক বক্স নামে পরিচিত ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিটের ভয়েজ রেকর্ডারটির মাধ্যমে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে।
জেজু এয়ারের ওই ফ্লাইটের পাইলট একটি পাখি আঘাত হেনেছে এমনটি জানানোর চার মিনিট পর রেকর্ডিং বন্ধ হওয়ার ঘটনাটি ঘটে। মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানায়, কী কারণে ব্ল্যাক বক্সগুলো রেকর্ডিং করা বন্ধ করেছিল তা বিশ্লেষণ করার পরিকল্পনা করেছে দুর্ঘটনার তদন্তে নিয়োজিত কতৃর্পক্ষ। মন্ত্রণালয়টি জানিয়েছে, ভয়েজ রেকর্ডারটি প্রথমে দক্ষিণ কোরিয়ায় বিশ্লেষণ করা হয়েছিল আর কিছু তথ্য যখন পাওয়া যাচ্ছিল না তখন সেটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ল্যাবরেটরিতে পাঠানো হয়।
ব্ল্যাক বক্স রেকর্ডারগুলো ককপিটে থাকা পাইলটের যোগাযোগ ও উড়ন্ত অবস্থায় আকাশযানটির সিস্টেম কেমন কাজ করছে তার তথ্য সংরক্ষণ করে রাখে। পরিবহন মন্ত্রণালয়ের সাবেক দুর্ঘটনা তদন্তকারী সিম জাই-ডং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের তথ্য হারিয়ে যাওয়া বিস্ময়কর। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, অন্য যে তথ্যগুলো পাওয়া গেছে সেগুলোই তদন্তে ব্যবহার করা হবে এবং তদন্তটি যেন স্বচ্ছ হয় তা নিশ্চিত করা হবে। যে ফলাফল পাওয়া যাবে তা নিহতদের পরিবারগুলোকে জানানো হবে।
নিহতদের পরিবারগুলোর কিছু সদস্য বলেছেন, পরিবহন মন্ত্রণালয়ের তদন্তের নেতৃত্ব দেয়া উচিত নয় এবং স্বাধীন বিশেষজ্ঞদের যুক্ত করা উচিত ছিল তাদের। তবে অনেক প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত রয়ে গেছে। দুর্ঘটনাটি ঠিক কারণে হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এমনকি, রানওয়েতে আঘাত হানার সময় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার কেন নিচে ছিল না, সেদিকেও নজর দিয়েছেন তারা। গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে এসে সকাল ৯টার দিকে (স্থানীয় সময়) দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি সীমানা দেয়ালে আঘাত হানে। এ সংঘর্ষে হওয়া বিস্ফোরণে উড়োজাহজটিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনা ে থকে মাত্র দু’জন রক্ষা পান, তারা বিমানটির লেজের অংশে বসে থাকা দুই ক্রু সদস্য।


আরো সংবাদ



premium cement
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে যুবককে হত্যা মায়ের খাবার হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তারেক রহমান শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা

সকল