ইউক্রেনে তীব্র বোমা হামলা রাশিয়ার, নিহত ১৩
- আলজাজিরা ও তাস
- ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
# যুদ্ধের দ্রুত সমাপ্তি চান ট্রাম্প
# রুশ বিমানবাহিনীর তেলের ডিপোয় হামলা
ইউক্রেনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অন্য দিকে রাশিয়ার এঙ্গেলস শহরে সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় আগুন নেভাতে গিয়ে দুই দমকল কর্মীর মৃত্যু হয়েছে। রাশিয়ার তেলের ডিপোয় হামলা প্রসঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এঙ্গেলসে রাশিয়ার তেলের ডিপোয় আঘাত হানতে সক্ষম হয়েছে। হামলার ফলে তেলের ডিপোটি ধ্বংস হয়ে গেছে, যা রুশ বিমানবাহিনীর জন্য বিপজ্জনক।
বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পেইজে পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের চিকিৎসা সেবা দিচ্ছেন জরুরি পরিষেবার কর্মীরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘শহরে বিমান বোমা হামলার চেয়ে নৃশংস আর কিছু নেই, সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও (এই হামলা চালানো হয়েছে।’
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বুধবার টেলিগ্রামে বলেছে, হামলায় বহু উঁচু আবাসিক ব্লক, শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরো বলা হয়, ধ্বংসাবশেষ একটি ট্রাম ও বাসের ওপর আছড়ে পড়ে যার ভেতরে যাত্রীরা ছিলেন। আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, রাশিয়ার বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা নিক্ষেপ করেছে এবং হামলায় অন্তত দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলমান এই যুদ্ধের সময় মস্কো প্রায় সময়ই বেসামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। যদিও ধারাবাহিকভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করে হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ সেই আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে এবং অন্যান্য সহযোগী দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র ও অন্যান্য সহায়তা সরবরাহের কাজে নেতৃত্ব দিচ্ছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া- চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।
এই চার প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশ। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে।
যুদ্ধের সমাপ্তি চান ট্রাম্প
এ দিকে চলমান ইউক্রেন-রাশিয়া সঙ্ঘাতের যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটাতে চান যুক্তরাষ্টে্র নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে বিশেষ দূত হিসেবে মনোনীত মার্কিন রাজনীতিবিদ কিথ কেলগ এ তথ্য জানিয়েছেন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে কিথ কেলগ জানিয়েছেন, ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সঙ্ঘাত শেষ করতে চান। তিনি বলেন, চলমান এ যুদ্ধ শেষ হওয়া দরকার এবং আমি মনে করি ট্রাম্প এটি করতে সক্ষম। তার ক্ষমতার ওপর আমার অনেক আস্থা আছে।
কেলোগ জোর দিয়ে বলেন, ইউক্রেনের সঙ্ঘাতের অবসান যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং পুরো বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনে নবনিযুক্ত এই রাষ্ট্রদূত আরো বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বা তার সেনাদের কোনো সহায়তা দেয়ার চেষ্টা করছেন না ট্রাম্প। ট্রাম্প আসলে ইউক্রেনকে বাঁচানোর এবং তাদের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করছেন। তিনি নিশ্চিত করতে যাচ্ছেন, এটি ন্যায়সঙ্গত এবং এটি ন্যায্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা