১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

তালেবানের সাথে ভারতের পররাষ্ট্র দফতরের বৈঠক

দুবাইতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির সাক্ষাৎ : ইন্টারনেট -

আফগানিস্তানের তালেবান সরকারের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করেছে ভারত। বৈঠকটি বুধবার দুবাই শহরে অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পররাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। দিল্লির নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। পক্ষান্তরে, তালেবান সরকারের প্রতিনিধি হিসেবে ওই বৈঠকে যোগ দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
কাবুল ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে উভয়পক্ষ। এ ক্ষেত্রে কর্মকর্তারা বলছেন দুই দেশের সম্পর্ক আরো জোরালো করতে দুবাইতে অনুষ্ঠিত বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ। যদিও ২০২১ সালের পর থেকে আফগানিস্তানে সহায়তা সীমিত করেছে ভারত। দুই দেশের কর্মকর্তারা মানবিক সহায়তা, ব্যবসায় বাণিজ্য, উন্নয়ন সহায়তা, খেলাধুলা, সাংস্কৃতিক বন্ধনসহ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বেশ জোর দিয়েছে। এ ছাড়াও জাতীয় স্বার্থে যৌথ প্রকল্পের ওপর বেশ জোর দিয়েছে তারা। এ ক্ষেত্রে ইরানের চাবাহার বন্দর নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ভারত-আফগানিস্তানের স্থল সীমান্তের বিষয়ে আলোকপাত করেছেন বিক্রম মিসরি। দ্বিপক্ষীয় ওই বৈঠকে কাবুলের স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরো মানবিক সহায়তার প্রতিশ্রম্নতি দিয়েছে ভারত। সংশ্লিষ্ট খাতে ওষুধ সরবরাহ এবং শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টিও তুলে ধরেছে দিল্লি। আফগান নাগরিক এবং তাদের সরকারের সাথে সম্পৃক্ততায় সমর্থন অব্যাহত রাখায় ভারত সরকারের প্রশংসা করেছেন কাবুলের মন্ত্রী।
আফগান জনগণের জরুরি উন্নয়নমূলক চাহিদা পূরণে সাড়া দেয়ার জন্য নয়াদিল্লি কাবুলকে তার প্রস্তুতির কথা জানিয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চাহিদার আলোকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, দ্রুতই উন্নয়ন প্রকল্পে জড়িত হওয়ার কথা বিবেচনা করবে ভারত। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের প্রতি কাবুলের সংবেদনশীলতার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অন্য দিকে আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে চাবাহার বন্দরের ব্যবহারকে উৎসাহিত করার বিষয়েও একমত হয়েছে উভয় দেশ।


আরো সংবাদ



premium cement
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কী হয়েছিল কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, পাঠানো হবে আরো ২৮ জন : পররাষ্ট্র মন্ত্রণালয় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানা থেকে পালালো সাবেক ওসি দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা কিংসের কাছে হারল ক্যাপিটালস শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

সকল