তিব্বতে ভূমিকম্পের পর উদ্ধার কাজ সমাপ্ত
- রয়টার্স
- ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
চীনের তিব্বতে হিমালয় পর্বতমালার কাছে এক প্রত্যন্ত অঞ্চলে অতি শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর উদ্ধার অভিযানে ইতি টানা হয়েছে। এখন আহতদের চিকিৎসা ও বাস্তুচ্যুতদের সরিয়ে নিয়ে পুনর্বাসন করার দিকেই বেশি জোর দেয়া হচ্ছে। চীনের গণমাধ্যমগুলো জানিয়েছে, ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল তিব্বতের ডিংরি কাউন্টিতে। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটের দিকে হওয়া ভূমিকম্পটিতে ওই দিন রাত পর্যন্ত অন্তত ১২৬ জন নিহত এবং ১৮৮ জনের বেশি আহত হয়েছেন, ৩৬০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে হতাহতের সংখ্যায় বৃহস্পতিবার পর্যন্ত আর কোনো পরিবর্তন আসেনি আর এ পর্যন্ত কতজন নিখেঁাজ রয়েছেন কর্তৃপক্ষ তা এখনো জানায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা