মার্কিন সেনাদের সিরিয়ায় থাকা প্রয়োজন : যুক্তরাষ্ট্র
- এপি
- ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাশার আল আসাদের সরকারকে উৎখাতের পর দায়েশ (যা আইসিস নামেও পরিচিত) যাতে বড় হুমকি হয়ে পুনঃপ্রতিষ্ঠিত না হয়, এ কারণে সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখা প্রয়োজন। এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। গত বুধবার অস্টিন তার পদত্যাগের আগে তার শেষ সাক্ষাৎকারে বলেন, ‘সেখানে এখনো মার্কিন বাহিনীর প্রয়োজন। বিশেষ করে শিবিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যেখানে হাজার হাজার সাবেক দায়েশ যোদ্ধা এবং পরিবারের সদস্যদের আটক রয়েছে।
ধারণা করা হয়, শিবিরগুলোতে আট হাজার থেকে ১০ হাজার দায়েশ যোদ্ধা রয়েছে এবং তাদের মধ্যে কমপক্ষে দুই হাজার জনকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে অস্টিন বলেন, ‘যদি সিরিয়াকে অরক্ষিত রাখা হয়, তা হলে আমি মনে করি, আইএস যোদ্ধারা মূলধারায় ফিরে আসবে।’ জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে তিনি প্রায় ৫০টি অংশীদার দেশের সাথে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন।
সেখানে তিনি আরো বলেন, ‘আমি মনে করি, দায়েশ গোষ্ঠীকে আটকে রাখতে আমাদের এখনো কিছু কাজ করার আছে।’ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের চেষ্টা করেছিলেন। যার ফলে সাবেক প্রতিরক্ষাসচিব জিম ম্যাটিস পদত্যাগ করতে বাধ্য হন। গত মাসে হায়াত তাহরির আল-শাম গ্রুপ বা এইচটিএস আসাদের বিরুদ্ধে অগ্রসর হওয়ার পর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিলেন, ‘মার্কিন সেনাবাহিনীকে সঙ্ঘাত থেকে দূরে থাকতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা