০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ভূমিকম্পের পর তিব্বতে জীবিতদের খেঁfজে রাতভর তল্লাশি

-

চীনের তিব্বতে হিমালয় পর্বতমালার কাছে এক প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হওয়ার পর উদ্ধারকারীরা জীবিতদের খেঁাজে রাতভর তল্লাশি চালিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটের দিকে হওয়া এ ভূমিকম্পে ৩৬০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ডিংরি কাউন্টির শহর এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করা শুরু হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ফের শুরু হয়েছে।
সামরিক বাহিনীর ও স্থানীয় হাসপাতালগুলোর চিকিৎস দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উপস্থিত হয়ে তল্লাশি ও উদ্ধারকাজে যোগ দিয়েছে। চীনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় উদ্ধারকাজে এক হাজার ৮৫০ জন উদ্ধারকর্মী ও তিনটি হেলিকপ্টার নিয়োগ করেছে। চীনের বিমান বাহিনীও উদ্ধার তৎপরতা শুরু করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ড্রোন মোতায়েন করেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত নিশ্চিত করা মৃতের সংখ্যা ১২৬ জন ছিল আর আহত হয়েছেন আরো ১৮৮ জন। আহতদের মধ্যে ২৮ জনের অবস্থা সঙ্কটজনক। রাত ১০টা পর্যন্ত ৩০ হাজার ৪০০ জনকে ১৪টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো সম্ভব হয়।
স্থানীয় সময় বুধবার সকাল ১০টা পর্যন্ত ৬৬০টি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্রটি ছিল ৪ দশমিক ৪ মাত্রার।মঙ্গলবার রাতেই ৩৪টি মোবাইল আশ্রয়ের প্রথম চালানটি ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় পেঁৗছায়। বুধবার এ ধরনের আরো এক হাজার ২০০টি মোবাইল আশ্রয়ের চালান সেখানে পেঁৗছানোর কথা রয়েছে। আটকা পড়া জীবিতদের খেঁাজে বড় ধরনের একটি অভিযান শুরু করা হয়েছে। ঘটনাস্থলে রাতে তাপমাত্রা মাইনাস ১৬ সেন্টিগ্রেড হওয়ার পূর্বাভাস ছিল।
চীনের জলবায়ু প্রশাসন জানিয়েছে, রাত নাম আগেই ডিংরি কাউন্টিতে তাপমাত্রা মাইনাস ৮ সেন্টিগ্রেড ছিল। এই চরম আবহাওয়া পরিস্থিতি জীবিতদের জন্য অতিরিক্ত আরেকটি চাপ হয়ে এসেছে। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে কারণে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, নেপাল ও ভারতের উত্তরাঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়। তিব্বতের হিমালয় অঞ্চলটি একটি বড় ধরনের ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত। ফলে ভূমিকম্প এখানে একটি সাধারণ বিষয়, কিন্তু তারপরও মঙ্গলবারেরটি চীনে কয়েক বছরের মধ্যে হওয়া অন্যতম প্রাণঘাতি ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্যানুযায়ী, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। এটি তিব্বতের প্রতিবেশী নেপাল, ভুটান, ভারতের উত্তরাঞ্চল ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভিতে প্রকাশিত ভিডিওগুলোতে তিব্বতের পবিত্র শহর শিগাৎসিতে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও ধসে পড়া ভবন দেখা গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে তল্লাশি চালাচ্ছেন আর স্থানীয়দের ভারী কম্বল বিতরণ করছেন।


আরো সংবাদ



premium cement
পিলখানা হত্যাকাণ্ডের শুনানি আজ হচ্ছে না ভৈরবে চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির ‘খুব কাছাকাছি’ ইসরাইল-হামাস : পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ‘ঘটনাটি ইউক্রেনে হলে রাশিয়ার ওপর পরমাণু বোমা ফেলতো আমেরিকা’ সরকারকে সমর্থন দিয়েছি, কত দিন অব্যাহত থাকবে জানি না : ফারুক সাভারে দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলল চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯ দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার, ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েই চলছে

সকল