০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

সিরিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

পশ্চিমের নিষেধাজ্ঞা শিথিল করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ
সিরিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র -

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের ওপর কিছু বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ছয় মাস মেয়াদি একটি সাধারণ অনুমোদন জারি করেছে। এটি জ্বালানি বিক্রি ও কিছু আনুষঙ্গিক লেনদেনসহ সিরিয়ার বর্তমান সরকারের সাথে লেনদেনের অনুমোদন দেয়।
যুক্তরাষ্ট্রের মতে, গত মাসে সিরিয়ার নেতা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার জন্য বর্তমান সিরিয়ার নেতৃত্বদানকারী প্রধান দল হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রচেষ্টায় কিছু অগ্রগতি হবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপটি কোনো নিষেধাজ্ঞা অপসারণ করবে না তবে এটা নিশ্চিত করবে যে, তারা জনগণের পরিষেবা বা মানবিক সহায়তাসহ মৌলিক মানবিক চাহিদা মেটানোর কার্যকলাপে বাধা সৃষ্টি করবে না। অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো বলেছেন, ‘আসাদ সরকারের নৃশংস ও দমনমূলক শাসনের অবসান সিরিয়া এবং এর জনগণকে পুনর্গঠন করার অনন্য সুযোগ এনে দিয়েছে। এই সময়কালে অর্থ মন্ত্রণালয় সিরিয়ায় মানবিক সহায়তা এবং দায়িত্বশীল সরকারকে সমর্থন করবে।’
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি এই পদক্ষেপকে নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহার করার একটি পদক্ষেপ হিসেবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। কেননা নিষেধাজ্ঞাগুলো সিরিয়াকে পুনর্গঠনে প্রধান বাধা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য আসাদ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বিস্তৃত পরিসরে পশ্চিমা নিষেধাজ্ঞা সিরিয়ার অর্থনীতিকে দুর্বল করে তুলছে এবং ১৩ বছরেরও বেশি গৃহযুদ্ধের পরে দেশটি পুনরুদ্ধারের পথে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আসাদকে অপসারণ করা সত্ত্বেও নিষেধাজ্ঞাগুলো বহাল রয়েছে।
ইউরোপীয় কর্মকর্তারা সম্প্রতি বলেছেন, সিরিয়ার নতুন শাসকরা সংখ্যালঘুদের রক্ষা এবং ক্ষমতার সুষম বণ্টন না করা পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না। সিরিয়ার নতুন বাণিজ্যমন্ত্রী সোমবার সতর্ক করে বলেন, দামেস্ক কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে জ্বালানি, গম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান আমদানির চুক্তি করতে পারেনি।
উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোসহ অনেক দেশ এসব পণ্য সিরিয়ায় রফতানি করতে চায়। মাহের খলিল আল-হাসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সিরিয়ার নতুন প্রশাসন কয়েক মাসের জন্য পর্যাপ্ত গম এবং জ্বালানি মজুদ করতে পেরেছের। তবে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার না হলে দেশটি ‘বিপর্যয়ের’ মুখোমুখি হবে।


আরো সংবাদ



premium cement
ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন আটক বিশ্বের ৩ সেরা খেলোয়াড়ের একজন হবেন সাইম আইয়ুব : ফখর সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে : ভিপি নুর টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম : রিশাদ দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আশিকের লাশ উত্তোলন জুনে ব্রাজিলে প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ প্রদর্শনী সিংড়ায় যুবলীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে তারেক রহমান সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইইউ এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : আইইডিসিআর ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল, সম্পাদক নিরব

সকল