০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরাইল

-

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন ইসরাইলি মন্ত্রী রন ডেরমার। ওই সময় তাদের মধ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা নিয়ে কথা হয়। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস গত সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বৈঠকের পর ইসরাইলি মন্ত্রী দু’জনকে জানান, ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোত হামলা চালাতে ইসরাইলকে অনুমতি দিতে পারেন। অথবা মার্কিন সেনাদের সরাসরি হামলার নির্দেশ দিতে পারেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইল ইরানের ওপর নতুন করে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছে। এ ছাড়া বাইডেনকেও এতে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছে তার মিত্ররা। তবে ইরানে হামলা নিয়ে এখন পর্যন্ত বাইডেন কোনো আলোচনা করেননি বলে জানিয়েছে তারা। এ সপ্তাহে ইসরাইলি মন্ত্রী ডেরমার আবারো যুক্তরাষ্ট্রে যাবেন। এবার তিনি প্রেসিডেন্ট বাইডেন এবং ট্রাম্পের কয়েকজন সহযোগীর সাথে আলোচনা করবেন।
তবে ইরানের ওপর নতুন হামলার ব্যাপারে জোর গুঞ্জন শোনা গেলেও, ট্রাম্পের কাছের এক সূত্র জানিয়েছে, সামরিক পদক্ষেপ নেয়ার আগে পারমাণবিক কার্যক্রম নিয়ে তেহরানের সাথে আগে তিনি আলোচনা করবেন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের সাথে ইরানের পারমাণবিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ইরান পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেয়ার প্রতিশ্রম্নতি দেয়।
অপর দিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে জানায়। তবে ২০১৮ সালে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। সাথে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম আরো বাড়িয়ে দেয়। ধারণা করা হয়, দেশটি এ মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত সপ্তাহে এক সাক্ষাৎকারে জানান, তারা যুক্তরাষ্ট্রের সাথে আবারো পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান।


আরো সংবাদ



premium cement

সকল