বিমান দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে চান দ: কোরিয়ার পরিবহনমন্ত্রী
- রয়টার্স
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিজের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী পার্ক স্যাং-উও। গতকাল মঙ্গলবার সিউলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে মন্ত্রী পার্ক স্যাং-উও বলেছেন, ‘তিনি জেজু এয়ারের বিমানের প্রাণঘাতী দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে চান।’
গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে যাত্রা করা জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনায় বিমানের ১৭৯ যাত্রীর প্রাণহানি ঘটে। দেশটির পরিবহনমন্ত্রী পার্ক স্যাং-উও বলেছেন, ‘এই বিপর্যয়ের জন্য আমার ব্যাপক দায় অনুভব করছি।’
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে তিনি পদত্যাগের সঠিক সময় বের করার চেষ্টা করবেন। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দরের অবতরণ ব্যবস্থাগুলোর সুরক্ষা দ্রুত উন্নত করা হবে। বিশেষজ্ঞরা বলেছেন, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণব্যবস্থার কারণেই বিপর্যয়কর দুর্ঘটনায় ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে।
দেশটির বেসামরিক বিমান চলাচলবিষয়ক উপ-পরিবহনমন্ত্রী জু জং-ওয়ান স্বীকার করেছেন, রানওয়ে নির্মাণের সময় নিরাপত্তাব্যবস্থার দিকে যথাযথ গুরুত্ব দেয়া হয়নি। তবে কোরিয়ার ও বিদেশের নিয়ম অনুযায়ী তা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রানওয়ের সামনের প্রাচীর কিভাবে নির্মাণ করা হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ গত সপ্তাহে জেজু এয়ার এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যালয়ে অভিযান চালায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা