আবারো কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে বললেন ট্রাম্প
- বিবিসি
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের সাথে কানাডার এক হয়ে যাওয়া উচিত। এতে কানাডা অনেক সুবিধা পাবে। গত সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেন। এরপরই সামাজিক মাধ্যমে এমন মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “যদি কানাডা যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে যায়, তাহলে কোনো শুল্ক থাকবে না, কর কমে যাবে এবং তারা রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজের হুমকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে। যেগুলো তাদের অব্যাহতভাবেব ঘিরে রাখছে। কানাডা-যুক্তরাষ্ট্র এক, কী অসাধারণ দেশ হবে এটি!”
এর আগে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ আকাঙ্ক্ষা ব্যক্ত করার পর কড়া জবাব দেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেডে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে একটি বার্তা পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “সারা বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে যে, গ্রিনল্যান্ডের মালিকানা এবং নিয়ন্ত্রণ এই মুহূর্তে অত্যাবশ্যক।” এ ছাড়া ট্রাম্পের এমন পোস্টের পর গ্রিনল্যান্ডের নিরাপত্তা বাড়ানো হয়। এর আগে তিনি পানামা খালও দখলের হুমকি দেন।
ট্রাম্প বলেন, ‘কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যের বাসিন্দা হতে চান। কানাডার এত পরিমাণ বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি যুক্তরাষ্ট্র আর সহ্য করতে পারে না। জাস্টিন ট্রুডো এটি জেনে পদত্যাগ করেছেন। কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত সমস্যার সমাধান নিয়ে আগে থেকে বিতর্ক ছিল। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার আগে ট্রুডোর কাছে বার্তা পরিষ্কার করে দেন ট্রাম্প।
অবৈধ অভিবাসী প্রবেশ নিয়ে ট্রাম্পের নীতি কট্টর। এ ছাড়া কানাডার সাথে বাণিজ্য ঘাটতি তো আছেই। ট্রুডো ২০১৫ সালে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জাস্টিন ট্রুডো। সর্বশেষ ২০২১ সালে ট্রুডোর নেতৃত্বে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে লিবারেল পার্টি। আগামী ২০ অক্টোবরের মধ্যে কানাডায় নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে চাপের মুখে দলীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রিত্ব দুটোই ছাড়তে বাধ্য হলেন ট্রুডো।
পদত্যাগের ঘোষণায় ট্রুডো বলেন, আসন্ন নির্বাচনে দেশের মানুষের সেরা বিকল্পকে বাছাই করার সুযোগ পাওয়া উচিত। যদি আমায় দলের ভেতরে থেকেই লড়াই করি, তাহলে স্পষ্টতই আমি সেরা বিকল্প নই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা