ইসলামাবাদে জার্মান কূটনীতিকের লাশ উদ্ধার
- দ্য ডন
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত সোমবার জার্মানির এক কূটনীতিকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী টমাস জার্গেন বিলেফেল্ড (৫৮) জার্মান দূতাবাসের দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাকোরাম হাইটাসে নিজ বাসভবনে চোখ, নাক ও মুখে রক্তাক্ত অবস্থায় টমাসের লাশ পাওয়া যায়।
পাকিস্তান পুলিশ বলছে, গত সোমবার অফিসে আসেননি টমাস। এরপর দূতাবাস থেকে ফোন দেয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।পরবর্তী সময় দূতাবাস থেকে একজন কর্মীকে টমাসের বাসভবনে পাঠানো হয়। তবে বাসভবনে পেঁৗছালে বাড়ির ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর জার্মান দূতাবাসের কর্মকর্তারা ওই বাসভবনে যায় এবং লক ভেঙে ভেতরে ঢোকে। সেই সময় টমাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর দূতাবাস থেকে পুলিশকে জানানো হলে টমাসের লাশ হাসপাতালে পাঠানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা