ইউক্রেনের গুরুত্বপূর্ণ কুরাখোভ শহর দখলের দাবি রাশিয়ার
- বিবিসি
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কের ফ্রন্টলাইন শহর কুরাখোভ দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের ওই শহরটিতে হামলা জোরদার করে মস্কো বাহিনী। ওই শহরটি ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল পোকরোভস্কের মূল লজিস্টিক হাব ছিল বলে উল্লেখ করে গণমাধ্যমটি। তবে গুরুত্বপূর্ণ শহর কুরাখোভের হারানোর কথা স্বীকার করেনি কিয়েভ।
গত রোববার রাশিয়ার কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা শুরু করার পর লড়াই আরো জোরদার করেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স এবং সোস্যাল মিডিয়াতে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, কুরাখোভে একজন সৈনিক রাশিয়ার পতাকা ধরে আছেন। তবে তাৎক্ষণিকভাবে ছবিটি যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত সোমবার সকালে ইউক্রেনের খোর্তিতসিয়া বাহিনীর মুখপাত্র ভিক্টর ত্রেহুবভ রয়টার্সকে বলেছেন যে, তাদের সেনারা কুরাখোভের ভেতরে রুশ সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়েছে যাচ্ছে।
কুরাখোভ ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ শহর। এটি কিয়েভের কৌশলগত অঞ্চল পোকরোভস্কের সাথে সরাসরি যুক্ত। কুরাখোভ থেকেই ওই অঞ্চল সৈন্য এবং ভারী সরঞ্জাম আনানেয়া করে কিয়েভ বাহিনী। কুরাখোভ দখলের ফলে উত্তরে অগ্রসর হয়ে পোকরোভস্কে সরাসরি হামলার সুযোগ পাবে রাশিয়া।