যুক্তরাষ্ট্রে বার্ডফ্লুতে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু
- এএফপি
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বার্ডফ্লুতে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গত সোমবার এ তথ্য জানিয়েছে লুইজিয়ানার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা বলেছে, বার্ডফ্লু ছাড়াও রোগীর শরীরে অন্যান্য রোগের উপসর্গ ছিল। তবে এ নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। খবরে বলা হয়, গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যের একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৬৫ বছর বয়সী ওই রোগী। তখন বার্ডফ্লুর এইচ৫এন১ নামের ধরনটিকে গুরুতর হিসেবে ঘোষণা দেয় দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি।
লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, যদিও সাধারণ মানুষের জন্য বর্তমান অবস্থা গুরুতর নয়; তবে যারা পাখি, হাঁস-মুরগি বা গরু নিয়ে কাজ করেন তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এ ছাড়া যারা বিনোদনমূলক সংস্পর্শে অভ্যস্ত তাদেরও ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। তারা নিশ্চিত করেছে যে রোগী এইচ৫এন১ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। বন্যপাখির সংস্পর্শে ওই রোগটি তার শরীরে প্রবেশ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা