০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কুরস্কে রুশ ও উ. কোরীয় সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি দাবি ইউক্রেনের

পূর্ব ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ভলোদিমির জেলেনস্কি -

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধে রুশ ও উত্তর কোরীয় বাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। গত শনিবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী আগস্টে সীমান্ত অভিযান চালানোর পর থেকে কুরস্ক অঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে সংঘর্ষ চলছে। ইউক্রেনীয় ও পশ্চিমা মূল্যায়ন অনুযায়ী, ওই অঞ্চলে প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে।
ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কির বরাত দিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সীমান্তের কাছে মাখনোভকা গ্রামে তীব্র সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, শুক্র ও শনিবার মাখনোভকার কাছে সংঘর্ষে রুশ সেনাবাহিনী এবং উত্তর কোরিয়ার পদাতিক বাহিনীর একটি সম্পূর্ণ ব্যাটালিয়ন হারিয়েছে। এটি উল্লেখযোগ্য। জেলেনস্কি আরো জানান, উত্তর কোরীয় সেনাদের অনেকে বন্দী হওয়া এড়াতে চরম পদক্ষেপ নিচ্ছেন। কিছু ক্ষেত্রে, তাদের নিজেদের বাহিনী কর্তৃক মৃত্যুদণ্ডের মুখে পড়ছে। জেলেনস্কির দেয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
এ ছাড়া ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, এক হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে তীব্র লড়াই চলছে। বিশেষ করে পোকরোভস্ক শহরের পরিস্থিতি সবচেয়ে কঠিন। রুশ সেনারা পোকরভস্কের দক্ষিণ দিক দিয়ে ঘিরে ফেলার জন্য নতুন আক্রমণ চালাচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর সরবরাহ লাইন কেটে দেয়ার চেষ্টা করছে। পোকরোভস্ক শহরে একটি কয়লাখনি রয়েছে, যা ইউক্রেনের বৃহৎ স্টিল শিল্পের একমাত্র কয়লার সরবরাহকারী। যুদ্ধের আগে এই শহরে প্রায় ৬০ হাজার মানুষ বাস করতেন, যাদের মধ্যে এখন আনুমানিক ১১ হাজার জন অবশিষ্ট রয়েছেন।
রুশ সাংবাদিক নিহত
এ দিকে রাশিয়ার ইজভেস্টিয়া সংবাদমাধ্যম শনিবার জানিয়েছে যে, একটি ইউক্রেনীয়থকামিকাজে ড্রোন তাদের এক সাংবাদিককে হত্যা করেছে। অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি হাইওয়ে দিয়ে চলাচলের সময় তিনি নিহত হন। আলেকজান্ডার মার্তেমিয়ানভ নামের ওই সাংবাদিক ইজভেস্টিয়া সংবাদমাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলেন। রুশ-নিয়ন্ত্রিত শহর গোর্লিভকাতে সহকর্মীদের সাথে গোলাগুলির খবর সংগ্রহ করে ফিরে আসার সময় তার গাড়িটি হামলার শিকার হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, আরআইএ এবং আরো চারটি মিডিয়ার কর্মীরা ওই হামলায় আহত হয়েছেন। ইজভেস্টিয়া সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্ডার মার্তেমিয়ানভ যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। মারাত্মকভাবে আহত হওয়ার পর তার মৃত্যু হয়। ইউক্রেন সঙ্ঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা অন্যান্য মৃত্যুর ঘটনাও তদন্ত করছে।


আরো সংবাদ



premium cement