০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহীদের দখলে কঙ্গোর শহর

-

রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী বাহিনী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বে অবস্থিত মাসিসি শহর দখল করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। খনিজ সমৃদ্ধ উত্তর কিভু প্রদেশে এটি এম২৩ গ্রুপের দখল করা দ্বিতীয় শহর। বাহিনীটি ২০২১ সালে পূর্ব ডিআর কঙ্গোর বিস্তীর্ণ অংশের নিয়ন্ত্রণ নেয়। সেই বিস্তীর্ণ অঞ্চলের কয়েক হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে তারা।
অ্যাঙ্গোলার মধ্যস্থতায় কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের মধ্যে আলোচনার চেষ্টা করা হলেও গত মাসে তা বিফলে যায়। উত্তর কিভু প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্য অ্যালেক্সিস বহুঙ্গা বলেন, এম২৩ গ্রুপের মাসিসির কেন্দ্র দখলের বিষয়টি আমাদের জন্য হতাশাজনক।
তিনি আরো বলেন, ‘অঞ্চলটি দখলের ফলে গুরুতর মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে। সরকারকে ওই অঞ্চলে সেনাবাহিনীর সক্ষমতা জোরদার করার আহ্বান জানান তিনি। স্থানীয় বাসিন্দা বলেন, এম২৩ শহরের বাসিন্দারা একটি সভা করেছে এবং সেখানে তারা দাবি করেছে যে তারা ‘দেশকে স্বাধীন করতে এসেছে’। কঙ্গো কর্তৃপক্ষ শহরটি হাতছাড়া হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
মাসিসির জনসংখ্যা প্রায় ৪০ হাজার। মাসিসি উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা থেকে প্রায় ৮০ কিমি. (৫০ মাইল) উত্তরে অবস্থিত। কিভু প্রদেশ এম২৩ সংক্ষিপ্তভাবে ২০১২ সালে দখল করেছিল। শুক্রবার এম২৩ নিকটবর্তী শহর কাতালেও দখলে নেয়। গত বছর আশঙ্কা করা হচ্ছিল যে এম২৩ আবারো প্রায় দুই মিলিয়ন জনসংখ্যার শহর গোমার দিকে অগ্রসর হবে। ডিসেম্বরের শুরু পর্যন্ত লড়াই বন্ধ থাকার পর যুদ্ধ পুনরায় শুরু হয়।
২০১২ সালে অন্য একটি বিদ্রোহী গোষ্ঠীর শাখা হিসেবে গঠিত হয় এম২৩। রুয়ান্ডার সমালোচকরা অভিযোগ করেন যে এম২৩ ব্যবহার করে পূর্ব ডিআর কঙ্গোর খনিজ যেমন সোনা, কোবাল্ট ও ট্যানটালাম লুট করা হয়। কোবাল্ট ও ট্যানটালাম ইলেকট্রিক গাড়ির জন্য মোবাইল ফোন ও ব্যাটারি তৈরি করতে ব্যবহৃত হয়। গত মাসে ডিআর কঙ্গো বলেছিল যে তারা এই ধরনের খনিজ ব্যবহারের জন্য অ্যাপলের বিরুদ্ধে মামলা করছে।


আরো সংবাদ



premium cement
রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি ১১ ইয়েমেনির ৫ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক : মুখপাত্র শিখা জানা গেল কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া

সকল