০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কৃষ্ণসাগরে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করছে রাশিয়া

-

ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়াতে শনিবার আঞ্চলিক জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া। গত মাসে কৃষ্ণসাগরে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় কার্চ প্রণালীর দু’পাশে বিষাক্ত বালু ও মাটি পরিষ্কারের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। রাশিয়া নিযুক্ত গভর্নর মিখাইল রাঝবোঝায়েভ জানিয়েছেন, তেল ছড়িয়ে পড়ার প্রভাবে নতুনভাবে সামান্য দূষণের নমুনা পাওয়া গেছে, যা তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন করা প্রয়োজন। তাই সেভাস্তোপোল শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে প্রয়োজনে স্থানীয়দের সাময়িকভাবে বাড়ি ছেড়ে যাওয়ার মতো আদেশ দিয়ে কর্তৃপক্ষ দ্রুত তাদের কাজ সম্পন্ন করতে পারবে।
কৃষ্ণসাগর ও অ্যাজভ সাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কার্চ প্রণালী। এটি ক্রিমিয়ার কার্চ উপদ্বীপকে রাশিয়ার ক্রাসনোডার অঞ্চল থেকে পৃথক করেছে। রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৮৬ হাজার মেট্রিক টনের বেশি দূষিত বালু ও মাটি পরিষ্কার করেছেন। গত ১৫ ডিসেম্বর প্রবল ঝড়ে তেলবাহী দু’টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়ে কৃষ্ণসাগরে তেল ছড়িয়ে পড়েছিল। ওই দুর্ঘটনায় একটি ট্যাঙ্কার ডুবে যায় ও অন্যটি তীরের কাছে আটকা পড়ে।
সৈকতের বালু থেকে বিষাক্ত ও কটু গন্ধযুক্ত জ্বালানিতেল পরিষ্কারে ১০ সহস্রাধিক কর্মী নিযুক্ত আছেন।


আরো সংবাদ



premium cement