০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সিরিয়ার সামরিক স্থাপনায় আবারও ইসরাইলের হামলা

-

সিরিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে এই হামলা চালানো হয়। ইসরাইলের বেশ কয়েকটি হামলা আল-সাফিরা শহরের প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা স্থাপনায় আঘাত হেনেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। ওইসব এলাকায় ব্যাপক ধোঁয়া ও ধ্বংসযজ্ঞ দেখা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া দক্ষিণ সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বিদ্রোহীরা বাশার আল আসাদকে হটিয়ে ক্ষমতার দখল নেয়ার পর থেকেই সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরাইল। বিশেষ করে সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করছে ইসরাইলি বাহিনী। যদিও সিরিয়ার ক্ষমতা দখল করা বিদ্রোহী বাহিনী বারবার বলছে, তারা ইসরাইলের সাথে কোনো ধরনের সঙ্ঘাতে জড়াতে চায় না। ইসরাইলের সাথে কোনো ধরনের যুদ্ধে যাওয়ার ইচ্ছে তাদের নেই। গত ৮ ডিসেম্বরে রাজধানী দামেস্ক দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)-এর যোদ্ধারা এরই মধ্যে আসাদ আমলের সামরিক কর্মকর্তাদের খালি হওয়া বাড়িগুলোতে উঠে গেছে। এ থেকে সিরিয়ায় হঠাৎ ক্ষমতার গতিপ্রকৃতি পরিবর্তনের বিষয়টিই সামনে আসছে।


আরো সংবাদ



premium cement