০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

পশ্চিমতীরে আলজাজিরার কার্যক্রম বন্ধের নিন্দা

-

ফিলিস্তিনে সম্প্রচারসহ সবরকম কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেয়ার ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিন্দা জানিয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আলজাজিরা। বুধবার ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উসকানিমূলক খবর প্রচারের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিস্তারিত তথ্য প্রমাণ উপস্থাপন না করে ওয়াফা বলেছে, প্রতারণামূলক খবর সম্প্রচারের জন্য ফিলিস্তিনের সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রীবর্গ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।
সাময়িক বলা হলেও আদেশনামায় কার্যক্রম আবার শুরুর কোনো তারিখ উল্লেখ করা হয়নি। ফলে আলজাজিরার কার্যক্রম ফিলিস্তিনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এর আগে গত সপ্তাহে, ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীদের দ্বন্দ্ব নিয়ে আলজাজিরার খবরের সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
স্থগিতাদেশটিকে প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দিয়েছে আলজাজিরা। তারা বলেছে, অধিকৃত অঞ্চলের বিভিন্ন ঘটনার খবর তৈরি করা থেকে নিরুৎসাহিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কোনো ভয়ভীতি প্রদর্শন ছাড়া স্বাধীনভাবে পশ্চিমতীরে সাংবাদিকদের পেশাদারি দায়িত্ব পালনের সুযোগ দেয়ার অনুরোধ জানিয়েছে তারা। অবশ্য গাজা উপত্যকায় এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মনে হচ্ছে না। ওই এলাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের এখতিয়ারের আওতাভুক্ত নয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা মূল গোষ্ঠী ফাতাহ বলেছে, আরব ভূমিতে, বিশেষত ফিলিস্তিনে বিভেদের বীজ রোপণের কাজ করছে আলজাজিরা। তাই এই প্রতিষ্ঠানের সাথে কোনোরকম সহযোগিতা না করতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানানো হয়। এর আগে সেপ্টেম্বরে, পশ্চিমতীরের রামাল্লায় আলজাজিরার কার্যালয়ে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। গত বছর মে মাসে, নিজেদের দেশে আলজাজিরার কার্যক্রম ও সম্প্রচার বন্ধে একটি নিষেধাজ্ঞা জারি করেছিল ইসরাইল। প্রতিষ্ঠানটি তাদের জাতীয় নিরাপত্তার হুমকি বলে দাবি করেছিল তারা। বিষয়টি আদালতে গড়ালে ওই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।
আলজাজিরার সম্প্রচার স্থগিত করার সিদ্ধান্তে ফিলিস্তিনিরা বিস্মিত হবে বলে মন্তব্য করেছেন প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের সেক্রেটারি জেনারেল মুস্তাফা বারগুতি। ‘আমি মনে করি এটি একটি বড় ভুল এবং এই সিদ্ধান্ত যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাহার করা উচিত, রামাল্লা থেকে আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন বারগুতি। তিনি বলেন, ‘যদি আলজাজিরার সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো সমস্যা থাকে তবে এটি নিয়ে আলোচনা করা উচিত।’ বিশেষ করে যেহেতু আলজাজিরা ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘঠিত অপরাধগুলো প্রকাশ করছে এবং সাধারণভাবে ফিলিস্তিনিদের ঘটনাগুলোকে তুলে ধরছে’। ‘তার চেয়েও বড় কথা, এটি সংবাদপত্রের স্বাধীনতার একটি ইস্যু,’ বলেন বারগুতি।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল