যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনা ট্রাম্পের
- আনাদোলু এজেন্সি
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার দেশের নেতৃত্ব, নিরাপত্তাব্যবস্থা এবং সীমান্ত নীতির কঠোর সমালোচনা করেছেন। নিউ অরলিন্সে প্রাণঘাতী হামলাসহ সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর পর তিনি এসব কথা বলেন। নিউ অরলিন্সে একটি ট্রাক হামলায় বুধবার সকালে ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হন। অন্য দিকে লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণে একজন নিহত হন।
এরপরই ট্রাম্প ‘ওপেন বর্ডারস’ এবং ‘দুর্বল ও অকার্যকর নেতৃত্ব’র জন্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি সামাজিক মাধ্যম ঞৎঁঃয ঝড়পরধষ-এ লেখেন, ‘আমাদের দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে হাস্যকর হয়ে উঠেছে! এটা তখনই হয়, যখন আপনার ওপেন বর্ডার থাকে এবং কার্যত কোনো নেতৃত্ব না থাকে’। ট্রাম্প এ সময় তার দেশের বিচার বিভাগ, এফবিআই এবং ডেমোক্র্যাটিক প্রসিকিউটরদেরও আক্রমণ করেন। তাদের ‘অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা জননিরাপত্তার পরিবর্তে তাকেই লক্ষ্যবস্তু করছেন’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা