লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইউনের
- রয়টার্স
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার সমর্থকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছেন বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন একজন আইনজীবী। ইউন তার সরকারি বাসভবনের কাছে জড়ো হওয়া কয়েক শ’ সমর্থকদের উদ্দেশ্যে বুধবার রাতে চিঠিতে লিখেছেন, আমি ইউটিউবে সরাসরি আপনাদের কঠোর পরিশ্রম দেখেছি। এই দেশকে রক্ষা করতে আপনাদের সাথে আমি শেষ পর্যন্ত লড়াই করব।
ইউনের আইনি উপদেষ্টা সিওক ডং-হিউন চিঠিটির একটি ছবি রয়টার্সকে পাঠিয়েছেন। চিঠিটিকে প্রমাণ হিসেবে দেখিয়ে ইউনকে বিভ্রান্ত ও ‘বিদ্রোহ’ সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি। তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ও ১৪ ডিসেম্বর ইউনের অভিশংসনের নেতৃত্ব দিয়েছিল। দলটির মুখপাত্র জো সুং-লায়ে এক বিবৃতিতে বলেছেন, বিদ্রোহের চেষ্টা যথেষ্ট না হওয়ায় তিনি এখন তার সমর্থকদের সংঘর্ষের দিকে প্ররোচিত করছেন।
মঙ্গলবার ইউনের গ্রেফতারের জন্য পরোয়ানা অনুমোদন করেছে আদালত। ফলে দেশটিতে প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে আটক হতে যাচ্ছেন তিনি। ইউনের বিরুদ্ধে সামরিক শাসন আরোপের চেষ্টা করে রাষ্ট্রদ্রোহের নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা