ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়ার গ্যাজপ্রোম
- রয়টার্স
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রোম। গত মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায়, ইউরোপে গ্যাস পাঠাতে ইউক্রেনের সাথে তাদের যে ট্রানজিট চুক্তি ছিল সেটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু কিয়েভ চুক্তির মেয়াদ বৃদ্ধি না করায় তাদের সরবরাহও বন্ধ হয়ে গেছে। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের সবচেয়ে পুরনো লাইন ছিল এটি। তবে ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণের পর ইউক্রেনের সাথে রাশিয়ার উত্তেজনা তৈরি হয়।
সর্বশেষ ২০২২ সালের রুশ বাহিনীর পূর্ণমাত্রার হামলার পর এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এমন অবস্থায় নিজেদের ওপর দিয়ে যাওয়া গ্যাসপাইপটি বন্ধ করে দিয়েছে ইউক্রেন। তবে কৃষ্ণসাগরের নিচ দিয়ে যাওয়া তার্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে তুরস্কসহ ইউরোপের কয়েকটি দেশে এখনো সরবরাহ অব্যাহত রেখেছে মস্কো। রাশিয়ার গ্যাসের ওপর গত তিন বছর আগেও নির্ভর ছিল ইউরোপ। তবে ইউক্রেনে ২০২২ সালে দেশটি হামলা চালালে দ্রুত এই নির্ভরতা কমিয়ে ফেলে ইউরোপের নেতারা।
২০২১ সালে যেখানে ইউরোপিয়ান দেশগুলোর চাহিদার ৪০ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আসত। সেটি ২০২৩ সালে ১০ শতাংশে নেমে আসে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ট্রানজিট পাইপলাইন নিয়ে সর্বশেষ চুক্তিটি হয় পাঁচ বছর আগে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাদের রক্তের ওপর দিয়ে রাশিয়াকে আর লাভ করতে দেবেন না। এরপরই আজ চুক্তিটি শেষ হওয়ার পর ট্রানজিট লাইনটি বন্ধ করে দিয়েছে কিয়েভে। এই লাইন দিয়ে গ্যাস সরবরাহ করে বছরে পাঁচ বিলিয়ন ডলার আয় করত রাশিয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা