যুক্তরাষ্ট্রে খামার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার
- বিবিসি
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ভার্জিনিয়ার একটি খামারের গুপ্ত ভাণ্ডার থেকে ১৫০টিরও বেশি বোমা উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এফবিআই। ধারণা করা হচ্ছে, সংস্থাটির ইতিহাসে বিস্ফোরকের এ ধরনের ভাণ্ডার খুঁজে পাওয়ার সবচেয়ে বড় ঘটনা এটি। ব্র্যাড স্প্যাফোর্ড নামের এক ব্যক্তি তার বাড়িতে অস্ত্র ও ঘরে তৈরি গোলাবারুদের একটি মজুদ গড়ে তুলেছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে এফবিআই ১৭ ডিসেম্বর ওয়াশিংটন ডিসি থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণে আইল অব ওয়াইট কাউন্টির ওই খামারে অভিযান চালায়। সেখান থেকে স্প্যাফোর্ডকে গ্রেফতার করে তারা। খামারটিতে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে থাকতেন স্প্যাফোর্ড।
তদন্তকারীরা জানান, কিছু বোমা একটি বেডরুমে রাখা এক অরক্ষিত ব্যাগপ্যাকে পাওয়া গেছে। ওই ব্যাগটিতে ‘নোলাইভসম্যাটার’ লেবেল আটা ছিল, যা সরকারবিরোধী উগ্র ডানপন্থীদের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার তদন্তকারীরা বলেন, “প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী ওই বোমাগুলো সংখ্যায় এফবিআইয়ের ইতিহাসে পুরোপুরি প্রস্তুত করা বিস্ফোরক ডিভাইস আটকের সবচেয়ে বড় ঘটনা।”
স্প্যাফোর্ড টার্গেট প্র্যাকটিস করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি ব্যবহার করতেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যা করা হবে বলে আশা প্রকাশ করেছিলেন, এমন অভিযোগ করা হয়েছে। আদালতে পেশ করা কাগজপত্র অনুযায়ী, তিনি সম্প্রতি স্থানীয় শুটিং রেঞ্জে স্নাইপার রাইফেলের শুটিং প্র্যাকটিসের সুযোগ চেয়েছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগনামায় বলা হয়েছে, অনামা এক প্রতিবেশী অভিযোগ করেন যে, ২০২১ সালে ‘ঘরে তৈরি একটি বোমা বানানোর কাজ করার সময়’ স্প্যাফোর্ড তার ডান হাতের তিনটি আঙুল হারান; কিন্তু তার পরও বোমা বানানো অব্যাহত রাখেন তিনি।
তদন্তকারীরা জানান, এক সময় আইনপ্রয়োগকারী সংস্থায় কাজ করা ওই প্রতিবেশী চলতি বছরের প্রথমদিকে স্প্যাফোর্ডের ২০ একরের ওই খামার পরিদর্শনের সময় নিজের দেহে একটি রেকর্ডিং ডিভাইস সেট করে নিয়ে গিয়েছিলেন। ওই প্রতিবেশীর জড়ো করা প্রমাণের ভিত্তিতে এফবিআইয়ের গোয়েন্দারা খামারটিতে অভিযান চালায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা