০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সিরিয়ায় আইএসের অবস্থানে ফ্রান্সের বিমান হামলা

-

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। গত মঙ্গলবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে জানান, রোববার এই হামলা চালানো হয়। খবরে বলা হয়েছে, সিরিয়ায় গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই প্রথম হামলা চালাল ফ্রান্স। এ হামলা এমন সময় করা হলো যখন যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুতে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী এক্স পোস্টে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী লেভান্ট অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত রয়েছে। গত রোববার সিরিয়ার মাটিতে আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।” ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের তৈরি রিপার ড্রোন মধ্য সিরিয়ায় আইএসের দু’টি সামরিক লক্ষ্যবস্তুতে মোট সাতটি বোমা ফেলেছে।
ফ্রান্স ২০১৪ সাল থেকে ইরাকে আইএসের বিরুদ্ধে এবং ২০১৫ সাল থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য।


আরো সংবাদ



premium cement