ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের প্রস্তাবে রাজি নয় রাশিয়া
- তাস
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি নয় বলে জানিয়েছে রাশিয়া। যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের আলোচক দলের প্রস্তাবের মধ্যে রয়েছে- ২০ বছরের জন্য ইউক্রেনের ন্যাটোর সদস্যপদের আবেদন স্থগিত রাখা এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সেনাবাহিনীকে এ অঞ্চলে শান্তিরক্ষী হিসেবে মোতায়েন করা, যারা এখানকার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। রুশ সংবাদমাধ্যমটিকে রোববার দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে আমরা মোটেও সন্তুষ্ট নই। গত ১২ ডিসেম্বর টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়াকে মোকবেলা করার জন্য ইউরোপীয়দের কাছে আরো দায়িত্ব হস্তান্তর করতে হবে। সেইসাথে ন্যাটো জোট থেকে ইউক্রেনের সদস্যপদ ২০ বছরের জন্য স্থগিত করার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্পের প্রস্তাবিত টিম।
ল্যাভরভ জানিয়েছেন, যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের নির্ধারিত প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো সরকারি প্রস্তাব পায়নি রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে ইউক্রেন নিয়ে এই ধরনের কোনো আলোচনাকে গুরুত্ব দিচ্ছে না দেশটি। কারণ এই সংক্রান্ত সব নীতি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন দ্বারা নির্ধারিত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা