সিরিয়ায় পিকেকের বিষয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা তুরস্কের
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
- নির্বাচন আয়োজনে ৪ বছর লাগতে পারে
- গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘোষণা
সিরিয়ায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) আশ্রয় নিতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গত শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সাথে ফোনালাপে এমন বার্তা দেন। এক ফোনালাপে ফিদান সিরিয়ার নতুন প্রশাসনের সাথে সহযোগিতা করে দেশটির স্থিতিশীলতা নিশ্চিত করার এবং সঙ্কটকালীন পর্যায়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনকু কেচেলি। আল আরবিয়া ও আরব নিউজ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপের বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করে, যা দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। ফিলিস্তিনির বিষয়ে তিনি বলেন, গাজা উপত্যকায় স্থায়ী অস্ত্রবিরতি অর্জনের জন্য আরো প্রচেষ্টা প্রয়োজন।
অন্য দিকে যুক্তরাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের মতে, ব্লিনকেন একটি সিরিয়া-নেতৃত্বাধীন এবং সিরিয়া-মালিকানাধীন রাজনৈতিক প্রক্রিয়া সমর্থন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা মানবাধিকার বজায় রাখে এবং একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। মিলার একটি বিবৃতিতে জানান, ব্লিঙ্কেন এবং ফিদান তাদের সাধারণ লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন, যা তুরস্ক এবং সিরিয়া উভয়ের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সন্ত্রাসবাদের হুমকি প্রতিরোধ করা।
৪ বছর পর নির্বাচন
সিরিয়ার ডি ফ্যাক্টো শাসক আল-শারা দেশটিতে নির্বাচন কবে হতে পারে, তা নিয়ে মন্তব্য করেছেন। গতকাল রোববার সৌদি আরবের সম্প্রচারমাধ্যম আল আরাবিয়াকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আল-শারা বলেন, নির্বাচন অনুষ্ঠান করতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাহরির আল-শামের (এইচটিএস) সশস্ত্র শাখা বিলুপ্তির সাথে সিরিয়ার সশস্ত্র বাহিনীকে একীভূত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তা ছাড়া সিরিয়ার গোয়েন্দা সংস্থার নতুন প্রধান শনিবার ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের শাসনের অধীনে থাকা গোয়েন্দা সংস্থাগুলো ভেঙে দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। শারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন সময়ে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে বলেন, সিরিয়ার জন্য সৌদি আরব যা করেছে, তার জন্য আমি গর্বিত। সিরিয়ার ভবিষ্যতে সৌদি আরবের বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, সিরিয়ার স্বাধীনতা আগামী ৫০ বছরের জন্য পুরো অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে। ইরান ও রাশিয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই না রাশিয়া সিরিয়ার সাথে তার সম্পর্ক থেকে ‘অনুপযুক্ত উপায়ে’ বেরিয়ে যাক। আর ইরানের উচিত ছিল সিরিয়ার জনগণের পক্ষ নেয়া।
গোয়েন্দা সংস্থা সংস্কার
অন্য দিকে সিরিয়ার গোয়েন্দা সংস্থার নতুন প্রধান গত শনিবার ক্ষমতাচ্যুত আসাদের শাসনের অধীনে থাকা গোয়েন্দা সংস্থাগুলো ভেঙে দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। কারণ, বাশার আল-আসাদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা, রহস্যময় কারাগারে আটকে রেখে নির্যাতন ও গণ-মৃত্যুদণ্ডের গুরুতর অভিযোগ রয়েছে। দেশটির নতুন নেতৃত্ব পদে নিযুক্ত হওয়ার দুই দিন পর আনাস খাত্তাব বলেন, সমস্ত পুরনো নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ভেঙে দেয়া হবে। আমাদের জনগণের মর্যাদা প্রতিষ্ঠা হয় এভাবে গোয়েন্দা সংস্থা সংস্কার করা হবে।
সরকারি বার্তা সংস্থা সানার বরাতে আরব নিউজ গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, বাশার আল আসাদ সরকারের নিপীড়ন অত্যাচারের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সংস্থা দুর্নীতির বীজ বপণ করেছিল এবং জনগণের ওপর অত্যাচার চালিয়েছিল। আসাদের পতনের পর ক্ষমতাচ্যুত সরকারের কর্মকর্তা ও এজেন্টরা পালিয়ে যাওয়ার পর কারাগারগুলো খালি করা হয়। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, বাথ শাসনামলে নিখোঁজ হওয়া ১ লাখের বেশি সিরিয়ানের এখনো সন্ধান পাওয়া যায়নি। মানবাধিকার সংস্থাটির ডাটাবেসে প্রায় ১ লাখ ৩৬ হাজার ব্যক্তির রেকর্ড রয়েছে। যারা বাথ শাসনামলে আটক বা জোরপূর্বক নিখোঁজ হয়েছে। সংস্থাটি সরকার পতনের পর থেকে প্রায় ২৪ হাজার বন্দীকে সিরিয়াজুড়ে বন্দী থেকে মুক্তি পাওয়ার কথা জানিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা