০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

ইসরাইলের বিমানঘাঁটিতে হাউছিদের হাইপারসনিক হামলা

-

ইসরাইলের নেগেভ মরুভূমির উত্তর অংশে অবস্থিত একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হাউছি বিদ্রেহী গোষ্ঠীর সমর্থনপুষ্ট ইয়েমেনে সশস্ত্র বাহিনী। হামলায় অত্যাধুনিক একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ খবর জানিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, শনিবার আমাদের সেনারা ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে আঘাত হেনেছেন।

হামলাটি তার পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জন করেছে বলেও তিনি জানিয়েছেন। গত শুক্রবার ইয়েমেনের জনগণ সারা দেশে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে যে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে তারও ভূয়সী প্রশংসা করেন জেনারেল সারি। তিনি বলেন, গাজা উপত্যকায় যত দিন ইসরাইল গণহত্যা চালিয়ে যাবে, তত দিন ইয়েমেনের এ প্রতিশোধমূলক হামলা দিন দিন আরো জোরদার হবে।
ইয়েমেনের হাউছি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। পরবর্তীতে মার্কিন বাহিনী হাউছিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

 


আরো সংবাদ



premium cement