যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন কৌশল প্রয়োগের সিদ্ধান্ত উ: কোরিয়ার
- রয়টার্স
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নতুন বছর শুরুর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি মূল নীতি নির্ধারণী বৈঠক করেছেন দেশটির নেতা কিম জং উন। দল ও সরকারি কর্মকর্তাদের ওই বৈঠকে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে ‘সবচেয়ে কঠিন’ কৌশল চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। তবে ঠিক কী ধরনের কৌশল নেয়া হচ্ছে নিরাপত্তা রিপোর্টে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কেসিএনএ-এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার জোট একটি ‘পারমাণবিক সামরিক জোটে’ প্রসারিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য দক্ষিণ কোরিয়া হয়ে উঠেছে একটি ‘কমিউনিস্টবিরোধী ঘাঁটি’। খবরে আরো বলা হয়, ‘এই বাস্তবতা এটি স্পষ্টভাবে দেখাচ্ছে আমাদের ঠিক কোন দিকে অগ্রসর হওয়া উচিত এবং আমাদের কী ও কিভাবে করা উচিত।’ ২৩-২৭ ডিসেম্বরের ওই বৈঠকে চলতি বছরের শুরুর দিকে দেশটিতে হওয়া বন্যার মোকাবেলা নিয়েও পর্যালোচনা করা হয়েছে।
এ ছাড়া বৈঠকে ‘বন্ধুভাবাপন্ন’ দেশগুলোর সাথে সম্পর্ক উন্নীত করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। এ সময় কিম দেশের যুদ্ধ প্রতিরোধকে শক্তিশালী করতে প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির আহ্বান জানান। উত্তর কোরিয়ার এই ধরনের সভাগুলো প্রায়ই কয়েক দিন স্থায়ী হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে এসব বৈঠকে দেশের মূলনীতি ঘোষণা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা