০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`
আজারবাইজানের বিমান দুর্ঘটনা

দুঃখ প্রকাশ করলেও দোষ স্বীকার করেননি পুতিন

-

রাশিয়ার আকাশসীমায় আজারবাইজানের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ ঘটনায় রাশিয়াকে দোষী হিসেবে উল্লেখ করেননি তিনি। গত ২৫ ডিসেম্বরের দুর্ঘটনা নিয়ে প্রথমবার মন্তব্য করতে গিয়ে শনিবার আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেছেন পুতিন। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে ফোনে কথা বলেছেন পুতিন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, পুতিন রাশিয়ার আকাশসীমায় এ দুঃখজনক ঘটনা ঘটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। দুঃখ প্রকাশের এ বিরল বার্তায় পুতিন স্বীকার করেছেন যে বিমানটি একাধিকবার চেচনিয়ার গ্রোজনি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল। পুতিন বলেন, দুঃখজনক এ ঘটনা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার সময় ঘটেছে।

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, তখন গ্রোজনি, মোজডক এবং ভ্লাদিকাভকাজ শহরগুলো ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হচ্ছিল এবং রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ আক্রমণগুলো প্রতিহত করছিল। তবে ক্রেমলিনের এ বিবৃতিতে বিমানটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে এমন সরাসরি কোনও স্বীকারোক্তি দেয়া হয়নি। বিমানটি চেচনিয়ার রুশ অঞ্চলে অবতরণের চেষ্টা করার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলার শিকার হয় বলে ধারণা করা হচ্ছে, যা পরে বিমানটিকে ক্যাস্পিয়ান সাগর পার হয়ে পথ পরিবর্তনে বাধ্য করে।
এরপর আজারবাইজান এয়ারলাইন্সের এ বিমানটি কাজাখস্তানের আকতাউ অঞ্চলে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানটির ৬৭ আরোহীর ৩৮ জনই নিহত হন। ফ্লাইটের বেশিরভাগ যাত্রী আজারবাইজানের নাগরিক ছিলেন। তবে তাদের মধ্যে রাশিয়া, কাজাখস্তান এবং কিরগিজস্তানের যাত্রীও ছিলেন। ধারণা করা হচ্ছে, যারা বেঁচে ছিলেন তারা বিমানের পেছনের অংশে বসে ছিলেন।
এ দিকে শনিবার পুতিনের বার্তা প্রকাশের আগেই, আজারবাইজানের বেশ কয়েকটি এয়ারলাইনস রাশিয়ার বেশিরভাগ শহরে ফ্লাইট স্থগিত করা শুরু করেছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে এয়ারলাইনগুলো।


আরো সংবাদ



premium cement
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম গ্রেফতার সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য আটক অভয়নগরে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার দেড় যুগ পর বাংলাদেশের ফুটবলে এক ম্যাচে একজনেরই ৬ গোল ব্রহ্মপুত্রের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্পের ঘোষণা চীনের, প্রতিবাদ ভারতের গফরগাঁওয়ে ঘোড়ার চড়ে স্কুল শিক্ষকের বিদায় মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করাই পুলিশের কাজ : সিটিটিসি প্রধান সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো নির্বাচনের সময় দীর্ঘ হলে ষড়যন্ত্র হতে পারে : গোলাম পরওয়ার ঈশ্বরদীতে নিয়মিত নামাজ আদায়ে ১৮ শিশুকে বাইসাইকেল উপহার

সকল