মার্কিন থাড ব্যবহার করে হাউছিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরাইলের
- রয়টার্স
- ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইয়েমেন থেকে ইসরাইলকে লক্ষ্য করে ছোড়া হাউছিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থাড। গত শুক্রবার স্থানীয় সময় ভোররাতে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রথমবারের মতো ইসরাইলে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিটি ব্যবহৃত হলো। ইরানের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর অক্টোবরে মার্কিন সামরিক বাহিনীর এই অত্যাধুনিক ব্যবস্থাটি ইসরাইলে মোতায়েন করেন যুক্তরাষ্ট্র প্রসিডেন্ট জো বাইডেন।
ক্ষেপণাস্ত্র প্রতিরোধের বিষয়ে জ্ঞাত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হাউছিদের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিরোধের চেষ্টায় টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (টিএইচএএডি বা থাড) ব্যবহার করা হয়েছে এবং একটি বিশ্লেষণে থাডের সফলতা নিশ্চিত হয়েছে। ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, সামাজিক মাধ্যমে আসা ফুটেজে থাড সিস্টেমকে একটি প্রতিরোধক ছুড়তে দেখা গেছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার শুধু বলেছে, বিমান প্রতিরক্ষা বাহিনী হাউছিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে। কিন্তু ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি না মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি ব্যবহার করে প্রতিরোধ করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি তারা। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে পেন্টাগনও সাড়া দেয়নি। তেলআবিবভিত্তিক ওয়াল্লা নিউজ সাইটকে ইসরাইলি এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, থাড হাউছিদের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিরোধ করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা