ইউক্রেনের ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি রাশিয়ার
- রয়টার্স
- ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
একটি পোর্টেবল মিউজিক স্পিকারে লুকানো বোমা দিয়ে উচ্চপদস্থ এক রুশ কর্মকর্তা ও একজন রুশপন্থী যুদ্ধ ব্লগারকে হত্যার চেষ্টা করেছিল ইউক্রেন। দেশটির এই চক্রান্ত ব্যর্থ করে দেয়ার দাবি করেছে রাশিয়া। গতকাল শনিবার দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এমন দাবি করেছে। সোভিয়েত আমলের কেজিবির প্রধান উত্তরসূরি এফএসবি বলেছে, একজন রুশ নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের মাধ্যমে ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন।
এফএসবি আরো জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তার নির্দেশে একজন রুশ নাগরিক তখন মস্কোর একটি গোপন স্থান থেকে একটি বোমা উদ্ধার করে। বোমাটি একটি পোর্টেবল মিউজিক স্পিকারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। এফএসবি সেই কর্মকর্তা বা ব্লগারের নাম উল্লেখ করেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা সংস্থার সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
ইউক্রেন বলেছে, রাশিয়ার যুদ্ধ তাদের জন্য একটি অস্তিত্বের হুমকি তৈরি করেছে। পরিকল্পিত গুপ্তহত্যার বিষয়ে স্পষ্ট করেছে দেশটি জানায়, তাই শত্রুদের মনোবল দুর্বল করা এবং কিয়েভে যুদ্ধাপরাধের জন্য দোষী ব্যক্তিদের শাস্তি দেয়ার উদ্দেশ্যে এটি করা বৈধ। এই পরিকল্পনাকে বেআইনি ‘সন্ত্রাসবাদের কাজ’ বলে অভিহিত করেছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে ২০২২ সালে জাতীয়তাবাদী মতাদর্শীর কন্যা দারিয়া দুগিনার মতো বেসামরিকদের হত্যার অভিযোগও করেছে দেশটি।