ইসরাইলে আবারো হাউছিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
- এএফপি
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইসরাইলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। বুধবার ইসরাইলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলার দাবি করেছে তারা। এর কয়েক দিন আগে তেল আবিবে হাউছিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়েছিলেন। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়। একটি ড্রোন ‘খোলা জায়গায়’ পড়েছে বলে জানানো হয়েছে। হামলার সময় গাজা উপত্যকার নিকটবর্তী দক্ষিণাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
হাউছি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট দুটি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল তেল আবিব এবং আশকেলন। তারা আরও জানায়, এই হামলায় ‘প্যালেস্টাইন ২’ নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাউছিদের হুমকির বিষয়ে বলেছেন, আমরা হাউছিদের বিরুদ্ধে শক্তি, সঙ্কল্প এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবস্থা নেবো।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হাউছিরা। ইসরাইল অধিকাংশ হামলা প্রতিহত করার দাবি করলেও কয়েকটি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে একটি ড্রোন হামলায় তেল আবিবে এক ইসরাইলি নাগরিক নিহত হন। অন্য দিকে, হাউছিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে নিয়মিতভাবে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
এর জবাবে পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাহিনী। বুধবারের হামলার ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরাইলের জরুরি সেবা বিভাগ। তবে পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইসরাইলকে বিপুল অস্ত্র দিচ্ছে জার্মানি
এ দিকে রয়টার্স জানায়, ইসরাইলের কাছে বিপুল পরিমাণ অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে জার্মান সরকার। জার্মান প্রকাশনা স্পাইগেল গত মঙ্গলবার লিখেছে, দেশটির সরকার গত কয়েক সপ্তাহে ইসরাইল সরকারের কাছে ৩০ কোটি ইউরোর বেশি মূল্যের বিপুল পরিমাণ অস্ত্র রফতানির অনুমোদন দিয়েছে।
জার্মান সরকার ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও দেশটির কাছে বছরে ১৬ কোটি ইউরো মূল্যের অস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে। ইসরাইলের দখলকৃত অঞ্চলে জার্মানি মেরকাভা ট্যাঙ্ক সরঞ্জাম পাঠাতে যাচ্ছে। জার্মান সরকারের ডেপুটি মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান সাংবাদিকদের বলেন, ইসরাইলে জার্মান অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত সবসময়ই বিদ্যমান, সেখানে অস্ত্র রফতানি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
রয়টার্স এর আগে লিখেছিল, জার্মানির মানবাধিকার আইনজীবীরা বার্লিনের আদালতকে ইসরাইলের কাছে ৩০০০ অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র পাঠানোর সরকারি সিদ্ধান্ত স্থগিত করতে বলেছিলেন। গত বছরের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং জর্দান নদীর পশ্চিম তীরের অরক্ষিত ও অসহায় জনগণের বিরুদ্ধে নতুন করে গণহত্যা শুরু করেছে ইসরাইল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা