ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসের বহিষ্কার দাবি আম আদমি পার্টির
- আনন্দবাজার
- ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভারতের দিল্লি রাজ্যের বিধানসভা ভোটের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়ায়’ ফাটল আরো বেড়ে গেছে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) বিরোধী জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করার দাবি তুলেছে। ইতোমধ্যেই জোটের সহযোগী দলগুলোর কাছে এ বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে আপ। দিল্লির কংগ্রেস নেতা তথা এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন বুধবার কেজরিওয়ালকে জালিয়াত বলেছিলেন। দলের তরফে ‘শ্বেতপত্র’ প্রকাশ করে গত এক দশকে আপের শাসনে দিল্লি দুর্নীতি এবং অনুন্নয়নের শিকার হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।
সেই সঙ্গে মাকেন বলেন, কেজরিওয়ালের কোনো মতাদর্শ নেই। তিনি রাজনৈতিক স্বার্থে বিজেপির ৩৭০ অনুচ্ছেদ রদ, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করেছেন। তারই ‘জবাবে’ আপ নেতৃত্বের এই পদক্ষেপ বলে দাবি। যে লোকপাল আন্দোলন করে কেজরির রাজনৈতিক উত্থান, সেই জনলোকপাল কেন আপ শাসিত দিল্লি এবং পঞ্জাবে গঠন করা হয়নি, সে প্রশ্নও তোলেন মাকেন। ইতোমধ্যেই কেজরির বিরুদ্ধে কংগ্রেস নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা সাবেক এমপি সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করেছে। ফলে দুই দলের টানাপড়েন তীব্র হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা