মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি হাউছিদের
- ইয়েনি সাফাক
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ফিলিস্তিনের গাজা এবং ইয়েমেনে ইসরাইলি হামলা বন্ধ না হলে এবার মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছি। তাদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী গত মঙ্গলবার এ হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে। মোহাম্মদ আলী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দেন।
এতে তিনি বলেন, আমরা ইয়েমেনে হামলা বন্ধ করতে আমেরিকানদের সতর্ক করছি। যদি তারা এসব বন্ধ না করে, আমরা যেকোনো রেড লাইন উপেক্ষা করে এই অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত করব। লোহিত সাগরে গত রোববার একটি বিমানবাহী রণতরীতে হামলা এবং একটি মার্কিন এফ-১৮ ফাইটার জেটকে গুলি করে ভূপাতিত করার দাবি করার পর এবার এ হুঁশিয়ারি দিল হাউছি। লোহিত সাগরে ওই মার্কিন রণতরীতে আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন দিয়ে হামলা চালায় হাউছিরা। এসব হামলা প্রতিহত করতে গিয়ে মার্কিন ওই এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।
ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আগে গত রোববার দাবি করেছিল মার্কিন যুদ্ধবিমান লোহিত সাগরের ওপর ভুল করে নিজেদের গুলিতে ভূপাতিত হয়েছে। ইয়েমেনের উপকূলীয় শহর আল-হুদাইদাহ এবং রাজধানী সানায় গত বৃহস্পতিবার ইসরাইলি যুদ্ধবিমান ব্যাপক হামলা চালায়, ওই হামলার প্রতিশোধ নিতেই হাউছিরা মার্কিন রণতরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ নিয়ে জুলাই থেকে এ পর্যন্ত ইয়েমেনে হাউছি নিয়ন্ত্রিত স্থানগুলোতে ইসরাইল তিনবার বিমান হামলা চালিয়েছে।