২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানে বেসামরিকদের সামরিক আদালতে বিচার নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

-

পাকিস্তানে সামরিক আদালতে ২৫ জন বেসামরিক নাগরিকের সাম্প্রতিক সাজা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে এর আগে উদ্বেগ জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ উদ্বেগ প্রকাশ করেন। পোস্টে ম্যাথিউ মিলার বলেন, পাকিস্তানি বেসামরিক নাগরিকদের সামরিক ট্রাইব্যুনালে সাজা দেয়া নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পাকিস্তানি কর্তৃপক্ষকে ন্যায়বিচার ও যথাযথ প্রক্রিয়ার অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, এই সামরিক আদালতগুলোতে বিচারিক স্বাধীনতা, স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়ার গ্যারান্টি নেই। এর আগে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) একই রকম উদ্বেগ প্রকাশ করে। এক বিবৃতিতে এফসিডিও বলেছে, ‘যুক্তরাজ্য পাকিস্তানের নিজস্ব আইনি প্রক্রিয়ার ওপর সার্বভৌমত্বকে সম্মান জানালেও, সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচার স্বচ্ছতা ও স্বাধীন মূল্যায়নের অভাব এবং ন্যায়বিচারের অধিকারের পরিপন্থী।
আমরা পাকিস্তান সরকারকে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের (আইসিসিপিআর) অধীনে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানাই। গত বছরের ৯ মে দেশব্যাপী দাঙ্গায় অংশগ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত ২৫ বেসামরিক নাগরিককে দুই থেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের বেসামরিক আদালত। এই দাঙ্গা ২০২৩ সালের ৯ মে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেফতারের পর শুরু হয়।


আরো সংবাদ



premium cement
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো ছাত্ররা রাজনীতিতে আ’লীগের আর ফেরা সম্ভব না : ফজলুর রহমান হাইতিতে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত ৩ দূষিত বাতাসের তালিকায় তৃতীয় ঢাকা পৌষের প্রভাতের আলোয় শীতের জয় খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে নয়া দিগন্তের নামে ভুয়া প্রতিবেদন প্রচার পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক এবার ভারত ঘেঁষা মিয়ানমারের চিন রাজ্যের দখল আরাকান আর্মির ৩৬টি রুশ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী মিরপুরে জেনেভা ক্যাম্পে আগুন 

সকল