২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

-

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তাকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন ডেমোক্র্যাট দলের এক মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অ্যাঞ্জেল উরেনা লিখেছেন, বিল ক্লিনটন ভালো মেজাজে আছেন এবং তার চিকিৎসার জন্য অসাধারণ যতেœর প্রশংসা করছেন।
জ্বর হওয়ার পর স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাকে ভর্তি করা হয় বলেও জানিয়েছেন উরেনা। ক্লিনটনের বয়স বর্তমানে ৭৮ বছর। চলতি বছরে বেশ কয়েকবার তাকে শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। মার্কিন গণমাধ্যমের খবরে জানা গেছে, ক্লিনটন সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। ক্লিনটনের ঘনিষ্ঠ একটি সূত্র এনবিসি নিউজকে জানিয়েছে, তার পরিস্থিতি জরুরি নয় এবং সাবেক প্রেসিডেন্ট ভালো আছেন; সচেতন ও সজাগ আছেন।
যুক্তরাষ্ট্রে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন। তিনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কম বয়সী প্রেসিডেন্ট ছিলেন। ক্লিনটন ২০২১ সালে ছয় দিন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তখন তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এ ছাড়া তিনি আগে হৃদরোগজনিত সমস্যায় ভুগেছেন। ২০০৪ সালে ৫৮ বছর বয়সে, হৃদরোগের লক্ষণ পাওয়ার পর তার হার্টের চারটি বাইপাস সার্জারি করা হয়। দশ বছর পরে বুকে ব্যথার অভিযোগ করার পর তার একটি ব্লকড আর্টারি খুলে দেয়া হয়। দ্বিতীয় অস্ত্রোপচারের কিছুদিন পর, ফ্যাটি খাবারের প্রতি দুর্বলতার জন্য পরিচিত এই সাবেক প্রেসিডেন্ট নিরামিষভোজী হয়ে যান। ২০১৬ সালে তিনি পলিটিকোকে বলেছিলেন, ‘আমি নিরামিষভোজী না হলে হয়তো বেঁচে থাকতাম না।’ সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনায় আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনাম হয়েছিলেন ক্লিনটন।


আরো সংবাদ



premium cement
‘আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী’ টাকা কম পেলেও রহমতগঞ্জে এসে ভালোই হয়েছে : জীবন মধ্য প্রাচ্যের প্রতিপক্ষ খুঁজছে বাফুফে বিএসএফের ধরে নিয়ে যাওয়া ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে মারা গেছেন পল্লীকবি জসীমউদ্দীনের মেজো ছেলে গাড়িকাণ্ড : তিন নেতার সদস্যপদ ফিরিয়ে দিলো বিএনপি ‘অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে’ চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে : জামায়াত আমির ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল ইসলামি বিপ্লব মানে ক্ষমতা দখল নয় : নুরুল ইসলাম বুলবুল

সকল