২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় : ডেনমার্ক

-

পানামা খাল দখলের হুমকির পর ডেনমার্কের মালিকানাধীন দ্বীপ ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার কথা বলেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বললেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের জনগণের।
গত রোববার পেপালের সহপ্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন ট্রাম্প। এরপর গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। ট্রাম্পের প্রত্যুত্তরে ডেনমার্কের প্রধানমন্ত্রীর এ বার্তা প্রকাশিত হয়।
নিজের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোসালে ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে, গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একটি অপরিহার্য প্রয়োজনীয়তা।
তাৎক্ষণিকভাবে ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেডে। তিনি বলেন, গ্রিনল্যান্ড আমাদের। আমরা বিক্রির জন্য নই এবং কখনো বিক্রির জন্য হবে না। তিনি আরো বলেন, আমাদের দীর্ঘ স্বাধীনতার সংগ্রাম হারাতে দেয়া যাবে না। আমাদের সারা বিশ্ব, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের সাথে সহযোগিতা এবং বাণিজ্য উন্মুক্ত রাখতে হবে।


আরো সংবাদ



premium cement