সৈন্যদের বেতন বাড়িয়ে প্রতিরক্ষা বিল অনুমোদন বাইডেনের
- এপি
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চীনের ক্রমবর্ধমান ক্ষমতা প্রতিহত করতে একটি প্রতিরক্ষা বিলকে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এই আইন অনুমোদন করে সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের বেতনভাতা বৃদ্ধি নিশ্চিত করে সামরিক ব্যয় ৮৯৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হলো। সেনাসদস্যদের পরিবারে শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সুবিধা বাতিল নিয়ে আপত্তি থাকলেও বিলটিতে তিনি অনুমোদন দিয়েছেন।
বাইডেন বলেছেন, তার প্রশাসন সুবিধাটি বাতিল করার তীব্র বিরোধী ছিল। কারণ এর ফলে সন্তানদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মা-বাবার প্রচেষ্টায় হস্তক্ষেপ করার পাশাপাশি একটি গোষ্ঠীকে তাদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হবে। সুবিধাটি বাতিল করায় সেনাবাহিনীতে স্বেচ্ছায় যোগদানের সিদ্ধান্ত নিতে মানুষ দ্বিধান্বিত হতে পারেন বলে মন্তব্য করেছেন বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, কোনো সেনাসদস্যকে দেশসেবা ও পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের মধ্যে একটি দায়িত্ব বেছে নিতে বলা অনুচিত। গত সপ্তাহে সিনেটে ৮৫ ভোটে বিলটি অনুমোদনের পর বাইডেনের কাছে পাঠানো হয়। অবশ্য হাউজ স্পিকার মাইক জনসন শিশুদের ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা সুবিধা বাতিলের ধারাটি নিয়ে আপত্তি তোলার পর তার সাথে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটও বিলটির বিরুদ্ধে মত প্রকাশ করেন। তারপরও ২৮১ ভোটে এটি অনুমোদিত হয়।