২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছাত্র আন্দোলনে উত্তাল সার্বিয়া

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট আলেক্সজান্ডার ভুসিস এর বিরুদ্ধে বিক্ষোভ : ইন্টারনেট -

ছাত্র আন্দোলনে এবার উত্তাল হয়ে উঠল মধ্য ইউরোপের দেশ সার্বিয়া। একটি রেলস্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনাকে ঘিরে শুরু হয় এ আন্দোলন। গত রোববার দেশটির রাজধানী বেলগ্রেডে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হয়েছিলেন প্রায় ২৯ হাজার মানুষ। আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্ররা। তবে তাদের সাথে যোগ দিয়েছিলেন কৃষক, শ্রমিক, শিক্ষকেরাও।
কয়েক সপ্তাহ ধরেই বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে। তবে রোববারের জমায়েত ছিল ঐতিহাসিক। সরকারি হিসাব অনুযায়ী, অন্তত ২৯ হাজার মানুষের জমায়েত হয়েছে এ দিনে। গত ১ নভেম্বর উত্তর সার্বিয়ার নভি সাদ স্টেশনে ভেঙে পড়েছিল ছাদ। এতে মৃত্যু হয় ১৫ জনের । অভিযোগ ওঠে, দুর্নীতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এরপরেই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। অভিযোগ, সাম্প্রতিককালে দুইবার ওই স্টেশনে সংস্কারের কাজ হয়েছে। একটি চীনা সংস্থাকে দিয়ে সেই কাজ করানো হয়। কাজের নামে সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চাপের মুখে সরকার ১৩ জনকে গ্রেফতার করে। তার মধ্যে একজন মন্ত্রীও ছিলেন। কিন্তু সম্প্রতি ওই মন্ত্রীকে জেল থেকে ছেড়ে দেয়া হলে জনতার রোষ আরো বেড়ে যায়। প্রাথমিকভাবে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছিলেন, আন্দোলন নিয়ে তিনি এতটুকু চিন্তিত নন। বিরোধীরাই এ আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছে। কিন্তু রোববারের জমায়েত দেখার পর আন্দোলনকারীদের সাথে কথা বলার প্রস্তাব দিয়েছেন তিনি। গত সাত সপ্তাহ ধরে সার্বিয়ায় যে আন্দোলন চলছে, তার নেতৃত্ব দিচ্ছেন ছাত্ররা। অভিনেতা, কৃষক ইউনিয়নের গোষ্ঠীও তাতে শামিল হয়েছে। তবে ছাত্ররা লাগাতার রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রোববার রাজধানী বেলগ্রেডের জমায়েতে প্রথম ১৫ মিনিট নীরবতা পালন করা হয় মৃত ১৫ জনকে স্মরণ করে। পরের আধ ঘণ্টা গর্জনের আধ ঘণ্টা বলে চিহ্নিত করা হয়েছিল। ওই আধ ঘণ্টা প্রবল আওয়াজের মাধ্যমে প্রতিবাদ দেখানো হয়।
এ ঘটনার পর সার্বিয়ার সরকার স্কুলগুলোতে শীতের ছুটি বাড়িয়ে দিয়েছে। আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসারও সিদ্ধান্ত নিয়েছে তারা।


আরো সংবাদ



premium cement
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় নয়া সঙ্কট নকল পণ্য প্রতিরোধে আমদানির ওপর শুল্ক কমানোর দাবি নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল ঘোষণা করুন : মুজিবুর রহমান পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ১১ শতকোটি টাকা নয় শুধু ছেলেকে ফেরত চান শহীদ আমিনের মা কামরুল, মহিববুর, হেনরী ও এস কে সুরের বিরুদ্ধে দুদকের ৮ মামলা অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুমুল বিতর্ক সরকার প্রশাসনের সাথে সমন্বয় করতে পারছে না : রিজভী ফ্যাসিবাদের সুবিধাভোগীদের রেলওয়ের দরপত্রে অংশগ্রহণের প্রতিবাদ বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে ২০০ কোটি টাকা চায় ত্রিপুরা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন

সকল