২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার

-

ইউক্রেনের আরো একটি গ্রামের দখল নিয়েছে রাশিয়া। সোমবার মস্কো জানিয়েছে, তারা ভেলিকা নোভোসিলকা শহরের কাছাকাছি অবস্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্টোরোঝেভোয়ে গ্রামের দখল নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বাহিনী আরো একটি গ্রামের দখল নিয়েছে। স্টোরোঝেভোয়ে হিসেবে গ্রামটির নাম উল্লেখ করা হয়।
পূর্ব ইউক্রেনের দনেস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই অব্যাহত রেখেছে রাশিয়া। এর আগে গত শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা কোস্তিয়ানতিনোপলস্কে গ্রাম দখল করেছে। রাশিয়া ওই গ্রামটিকে ওস্ত্রভস্কি নামে উল্লেখ করেছে।

গ্রামটি কুরাখোভ শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। সে সময় ইউক্রেনের মানচিত্র বিশ্লেষণকারী দল ডিপস্টেট জানায়, রাশিয়ার সেনারা কুরাখোভ শহরে আক্রমণ চালিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই রাশিয়া সম্ভবত ইউক্রেনের আরো বেশিসংখ্যক গ্রামের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। নির্বাচনের আগেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সে কারণেই তিনি ক্ষমতায় আসার আগেই রাশিয়া ইউক্রেনে আরো তীব্রভাবে হামলা চালাচ্ছে।

চলতি বছর মস্কোর সেনাবাহিনী ১৯০টির বেশি ইউক্রেনীয় বসতির দখল নিয়েছে বলে দাবি করেছে। অপর দিকে সেনাবাহিনী এবং গোলাবারুদের সঙ্কটে রয়েছে ইউক্রেন। এর আগে রাশিয়ার গভীরে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার কাজান শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার স্থান মূল যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ পর্যন্ত তিন দফায় ড্রোন হামলা হয়। তাতারস্তান আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানায়, হামলায় আটটি ড্রোন ব্যবহৃত হয়েছে। এর মধ্যে ছয়টি আবাসিক ভবনে ও একটি শিল্প এলাকায় আঘাত হানে এবং আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়।


আরো সংবাদ



premium cement
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় নয়া সঙ্কট নকল পণ্য প্রতিরোধে আমদানির ওপর শুল্ক কমানোর দাবি নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল ঘোষণা করুন : মুজিবুর রহমান পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ১১ শতকোটি টাকা নয় শুধু ছেলেকে ফেরত চান শহীদ আমিনের মা কামরুল, মহিববুর, হেনরী ও এস কে সুরের বিরুদ্ধে দুদকের ৮ মামলা অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুমুল বিতর্ক সরকার প্রশাসনের সাথে সমন্বয় করতে পারছে না : রিজভী ফ্যাসিবাদের সুবিধাভোগীদের রেলওয়ের দরপত্রে অংশগ্রহণের প্রতিবাদ বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে ২০০ কোটি টাকা চায় ত্রিপুরা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফের দাফন

সকল