রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা নতুন গ্রাম দখলের দাবি মস্কোর
- আলজাজিরা
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাশিয়ার কাজান শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার স্থান মূল যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত তিন দফায় ড্রোন হামলা হয়।
তাতারস্তান আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানায়, হামলায় আটটি ড্রোন ব্যবহৃত হয়েছে। এর মধ্যে ছয়টি আবাসিক ভবনে ও একটি শিল্প এলাকায় আঘাত হানে এবং আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেন এখনো এই হামলার দায় স্বীকার করেনি। ড্রোন হামলার কারণে কাজান বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িকভাবে বন্ধ ছিল বলে জানিয়েছে রাশিয়ার আকাশ পরিবহন কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া।
পূর্ব ইউক্রেনের দনেস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই অব্যাহত রেখেছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কোস্তিয়ানতিনোপলস্কে গ্রামটি দখল করেছে। রাশিয়া এই গ্রামটিকে ওস্ত্রভস্কি নামে উল্লেখ করেছে। গ্রামটি কুরাখোভ শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। রাশিয়ার সেনারা কুরাখোভ শহর আক্রমণ চালিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে বলে জানিয়েছে ইউক্রেনের মানচিত্র বিশ্লেষণকারী দল ডিপস্টেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা