পাঁচ দশকের রেকর্ড শীত কাশ্মিরে
- হিন্দুস্তান টাইমস
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পাঁচ দশকের মধ্যে রেকর্ড শীত দেখল ভারতশাসিত জম্মু ও কাশ্মির। সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। শনিবার রাতে শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, যা ১৯৭৪ সালের পর সর্বনিম্ন। তীব্র ঠাণ্ডায় জমে গেছে অন্যতম পর্যটন স্থান ডাল লেকের পানি।
বরফের চাদরে ঢেকে যাওয়ায় লেকে নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। তাপমাত্রা আরো কমবে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি। সেই সাথে তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে। প্রবল ঠাণ্ডায় অঞ্চলটির বিভিন্ন এলাকার পাইপ লাইনের পানি, মোটর জমে যাওয়ায় স্বাভাবিক পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। রোববার সকালে শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত কাশ্মিরে শীতের প্রকোপ ও প্রবল শৈত্যপ্রবাহ বইবে।
শনিবার থেকেই কাশ্মিরে শুরু হয়েছে ৪০ দিনব্যাপী ‘চিল্লাই কালান’। এই সময়টাতে কাশ্মিরে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। প্রতি বছর ২১ ডিসেম্বরে থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এই ৪০ দিনকে ‘চিল্লাই কালান’ বলে অভিহিত করেন স্থানীয়রা। কাশ্মির ছাড়াও হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা