জর্জিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট নিয়োগ
- বিবিসি ও দ্য গার্ডিয়ান
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জর্জিয়ার রুশপন্থী ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম কট্টর ডানপন্থী এক সমর্থককে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। জর্জিয়ার বিভিন্ন শহরে ইউরোপীয় ইউনিয়নপন্থীদের বিক্ষোভের ১৬ দিন পর দেশটির পার্লামেন্ট গতকাল শনিবার এ নিয়োগ চূড়ান্ত করছে। ৫৩ বছর বয়সী মিখাইল কাভেলাশভিলি ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের সাবেক পার্লামেন্ট সদস্য। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই একমাত্র প্রার্থী। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশে সাংবিধানিক সঙ্কট আরো গভীর হয়েছে।
অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচনের পর থেকেই দেশটি উত্তাল হয়ে রয়েছে। জর্জিয়ান ড্রিম পার্টির জয় ও গত মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ নিয়ে আলোচনা পিছিয়ে দেয়ার সিদ্ধান্তে জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে ইইউ-পন্থীদের ব্যাপক বিক্ষোভ চলছে।
শনিবারের নির্বাচনী প্রক্রিয়াকে অবৈধ বলে অভিহিত করেছে বিরোধী দল। বর্তমান প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলিকে একমাত্র বৈধ নেতা বলে দাবি করেছে তারা।
পশ্চিমাপন্থী জুরাবিশভিলির সাথে ক্ষমতাসীনদের দ্বন্দ্ব রয়েছে। তিনি নতুন পার্লামেন্টারি নির্বাচনের দাবি জানিয়েছেন। এতে সাংবিধানিক সঙ্কট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ওই এলাকা পুলিশ ঘিরে রাখে। তিবিলিসির অন্তত ডজনখানেক স্থানে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, বিক্ষোভকারীরা শীতের সকালে চা ভাগাভাগি করে করে নিচ্ছিলেন। অথচ কাছেই পুলিশের জলকামান তাদের জন্য তৈরি রাখা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে জুরাবিশভিলি লিখেছেন, জর্জিয়া তার রসবোধ কখনো হারায় না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা