১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ায় খাদ্য সরবরাহে আগ্রহী ইউক্রেন

-

বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় খাদ্য সরবরাহ করতে প্রস্তুত রয়েছে ইউক্রেন। শুক্রবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির কৃষিমন্ত্রী ভিটালি কোভাল। সাক্ষাৎকারে কোভাল বলেছেন, সিরিয়াতে পরিস্থিতি বেশ শোচনীয়। তাই, সেখানে আমাদের খাদ্য সরবরাহ করা উচিত। খাদ্য সরবরাহে আমাদের দিক থেকে কোনো বিধিনিষেধ নেই। যদি সিরিয়া চায়, তবে আমরা তাদের পাশে আছি।
এর আগে, সিরিয়ায় গম সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। নতুন সরকারের ব্যাপারে অনিশ্চয়তা ও মূল্য পরিশোধে বিলম্ব হওয়ার কারণে এই পদক্ষেপ নেয়া হয়। একাধিক রুশ ও সিরীয় সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। আসাদের আমলে রাশিয়া থেকে নিয়মিত খাদ্য আমদানি করত সিরিয়া। তবে নতুন সরকারের অধীনে দামেস্ক ও মস্কোর সম্পর্ক কেমন হবে, তা এখনো স্পষ্ট নয়।

রাশিয়ার ফেব্রুয়ারি ২০২২-এর আক্রমণের পর ইউক্রেনের রফতানি বিপর্যস্ত হয়েছিল, যা কৃষিপণ্য বিশেষ করে গম এবং তেলবীজের রফতানি ব্যাপকভাবে কমিয়ে দেয়। তবে, ইউক্রেন এখন একপ্রকার সাগর অবরোধ ভেঙে দিয়ে ওদেসা বন্দরের মাধ্যমে রফতানি পুনরায় শুরু করেছে। বিশ্বের অন্যতম খাদ্যশস্য ও তেলবীজ উৎপাদনকারী ও রফতানিকারক দেশ হচ্ছে ইউক্রেন। প্রথাগতভাবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে গম ও ভুট্টা রফতানি করে থাকে কিয়েভ। তবে সিরিয়া তাদের প্রধান গন্তব্যস্থল ছিল না।
রফতানিকারকদের বরাতে রয়টার্স জানিয়েছে, ২০২৩-২৪ মৌসুমে সিরিয়ার বাজারে ছয় হাজার মেট্রিক টন ইউক্রেনীয় ভুট্টা প্রবেশ করেছে। অথচ দেশটির মোট খাদ্যশস্য রফতানির পরিমাণ ছিল প্রায় দুই কোটি ৯৪ লাখ টন। তবে প্রতিবেশী দেশগুলো থেকে মাধ্যমে কিছু ইউক্রেনের কিছু খাদ্যশস্য সিরিয়ায় পৌঁছাতে পারে।

 


আরো সংবাদ



premium cement

সকল