ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি
- রয়টার্স ও হিন্দুস্তান টাইমস
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় (আরবিআই)’ বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। নবনিযুক্ত আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে পাঠানো বার্তায় এই হুমকি দেয়া হয়। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এই ধরনের হুমকি দেয়া হলো।
ইমেইল বার্তা পাঠিয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় বিস্ফোরণের হুমকি দেয়া হয়েছে। রুশ ভাষায় লেখা ওই ইমেইলটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের ইমেইল পাঠানো হয় বলে জানা গেছে।
তবে মুম্বাইয়ের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নবনিযুক্ত আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেসে সতর্কবার্তাটি পাঠানো হয়েছে। হুমকির এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই অভিযোগ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। স্থানীয় মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাই পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা