সিরিয়ার হামা শহরের কাছে বিদ্রোহীদের তীব্র লড়াই
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সিরিয়ার সরকারি বাহিনীগুলোর বিরুদ্ধে অগ্রসর হতে থাকা বিদ্রোহী বাহিনীগুলো প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্রদের ওপর চাপ বাড়িয়ে গুরুত্বপূর্ণ শহর হামার কাছাকাছি চলে এসেছে, বিদ্রোহীরা নিজেরা ও সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী একথা জানিয়েছে। অন্য দিকে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলেছে, মঙ্গলবার রাতভর ব্যাপক বিমান হামলায় হামা শহরের কাছ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। বিদ্রোহী ও সরকারি উভয় পক্ষ থেকে গতকাল বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামা শহরের ৫ কিলোমিটার উত্তর পূর্বে জাবাল জাইন আল-আবিদিন এলাকায় তীব্র সংঘর্ষ হয়েছে। বিদ্রোহীরা হামা শহরের কয়েক মাইল উত্তরে মার শাহুরসহ কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে। স্থানীয় বিদ্রোহী কমান্ডার আবু আল-কাকা বলেছেন, ব্যাপক বিমান হামলার কারণে আমরা পিছু হটতে বাধ্য হয়েছি। বিদ্রোহীদের পক্ষ থেকে আরেক ব্যক্তি জানান, জাবাল জাইন আল-আবিদিন দখলে ব্যর্থ হওয়ায় তাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, ওই এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা