ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার ড্রোন হামলা
- রয়টার্স
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় টেরনোপিল ও রিভনে এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গভীর রাতে এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে টেরনোপিলের মেয়র সেরহিয়ে নাদাল বলেছেন, হামলায় শহরের অংশবিশেষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক সপ্তাহ আগেও এখানে মস্কোর হামলায় টেরনোপিল ও এর পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছিল।
বিদ্যুৎ খাতের কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা হামলার ক্ষয়ক্ষতি প্রশমনে কাজ করছেন বলে জানিয়েছেন নাদাল। সঙ্কটের আসন্ন তীব্রতা কমাতে জনগণকে ফোনে পর্যাপ্ত চার্জ ও ঘরে যথেষ্ট পানি জমিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের মাত্র ২২০ কিলোমিটার দূরে টেরনোপিল শহরটি অবস্থিত। চলতি মাসেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পরিসরে দুটি হামলা চালিয়েছে রাশিয়া। ফলে, আসন্ন শীতকালের আগে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ায় জনজীবনে আরেক দফা দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।
দেশটির বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় ২৮টি ড্রোন ব্যবহার করেছিল ক্রেমলিন। তার মধ্যে ২২টি তাদের গুলিতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। একটি ড্রোনের কোনো হদিস পাওয়া যায়নি আর দুটি ইউক্রেন নিয়ন্ত্রিত আকাশসীমা ত্যাগ করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়। রিভনে অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোতেও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর অলেক্সান্ডার কোভাল। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছেন তিনি।
এ দিকে, কিয়েভের গভর্নর রুসলান ক্রাভশেঙ্কো জানিয়েছেন, ড্রোন হামলার সময় সেখানকার আকাশ প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থান গ্রহণ করেছিল। হামলায় মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি না হলেও ড্রোনের বিধ্বস্ত ভাঙা টুকরোর আঘাতে চারটি আবাসিক বাড়ি, দুটি গাড়ি ও একটি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা