প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট বরাদ্দ পুতিনের
- সিএনএন
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যুদ্ধ আরো বেগবান করতে রেকর্ড পরিমাণ সামরিক বাজেট ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ২০২৫ সালের মোট বাজেটের এক-তৃতীয়াংশ বরাদ্দ সামরিক বাজেটের জন্য রেখেছেন তিনি, যা এরই মধ্যে রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদিত হয়েছে। রোববার প্রকাশিত বাজেটে দেখা যায়, জাতীয় প্রতিরক্ষার জন্য ১২ হাজার ৬০০ কোটি ডলার বরাদ্দ করেছে পুতিনের সরকার, যা মোট ব্যয়ের ৩২ দশমিক ৫ শতাংশ। এ বাজেট গত বছরের চেয়ে প্রায় দুই হাজার ৮০০ কোটি ডলার বেশি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া সব থেকে বড় সঙ্ঘাতের মুখোমুখি হয়েছে ইউক্রেন যুদ্ধে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে দু’পক্ষের গোলাগুলি, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের বোমা, ট্যাঙ্কের মতো যুদ্ধাস্ত্র ব্যয় হচ্ছে। পাশাপাশি সেনার খাবার, ওষুধ, পোশাকের জন্য বিপুল খরচ রয়েছে। আধুনিক সময়ে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি খাতে ব্যয়ও নেহাত কম নয়। বিশ্লেষকদের বক্তব্য, ব্যয়সাপেক্ষ লম্বা যুদ্ধের কথা মাথায় রেখেই প্রতিরক্ষা খাতের বাজেট বিপুল পরিমাণে বাড়িয়েছে পুতিন সরকার। এমনিতে সব দিক দিয়েই যুদ্ধের ময়দানে ইউক্রেনের তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী রাশিয়া। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সেনার সংখ্যাতেও তারা অনেক এগিয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা