বিশ্বে অস্ত্র বিক্রি বেড়েছে
- এএফপি
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিশ্বব্যাপী অস্ত্রের বেচাকেনা গত বছর বেড়েছে, একটি বার্ষিক রিপোর্টে তা উঠে এসেছে। কারণ হিসেবে ইউক্রেন ও গাজা যুদ্ধ এবং এশিয়া অঞ্চলে উত্তেজনার কথা বলা হচ্ছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (এসআইপিআরআই) রিপোর্টে এ তথ্য উঠে এসেছে, যা গত সোমবার প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বব্যাপী অস্থিরতার কারণে রাশিয়া ও মধ্যপ্রাচ্যভিত্তিক প্রধান প্রধান অস্ত্র নির্মাতার বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বের ১০০টি বৃহত্তম অস্ত্র কোম্পানি ৬৩২ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক পরিষেবা বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ৪.২ শতাংশ বেশি। রিপোর্টটিতে লেখকরা উল্লেখ করেছেন, ২০২২ সালে রাজস্ব তলানিতে পৌঁছানোয় বিশ্বের অস্ত্র নির্মাতারা চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল। তবে অস্ত্র নির্মাতাদের মধ্যে অনেকেই গত বছর উৎপাদন বাড়িয়ে ঘুরে দাঁড়ায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা