পরমাণু কর্মসূচি নিয়ে ৩ পরাশক্তির সাথে বসছে ইরান
- দ্য ডন
- ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বিধিনিষেধ উপেক্ষা করে ইরান তাদের পরমাণু কার্যকর জোরদার করছে। এমন অভিযোগ এনে সংস্থাটির ৩৫টি দেশের গভর্নর বোর্ড ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার জাতিসঙ্ঘে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে। যার নেতৃত্ব ছিল ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। এবার এই তিন দেশের সাথেই বৈঠকে বসতে চায় ইরান। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ‘শুক্রবার ইরান, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের উপপররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।’ যদিও কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটি পরিষ্কার জানাননি তিনি।
পরে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বৈঠকে ফিলিস্তিন ও লেবাননের পাশাপাশি পারমাণবিক বিষয়সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে।’ বাঘাইয়ের এই বৈঠকটিকে সবশেষ জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের পার্শ্ব বৈঠকে দেশগুলোর সাথে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে ইরানের এই পদক্ষেপটি এমন সময় নেয়া হয়েছে, যখন তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সমালোচকদের আশঙ্কা কর্মসূচিটির লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি। কিন্তু তেহরান তা বারবার অস্বীকার করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা