গাজায় ভারী বৃষ্টিতে ফিলিস্তিনিদের দুর্দশা বৃদ্ধি
- মিডল ইস্ট মনিটর
- ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
ইসরাইলের টানা হামলায় পুরোপুরি বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরাইলি হামলা থেকে গাজার মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, হাসপাতাল-কোনো কিছুই রক্ষা পায়নি। হামলা থেকে বাঁচতে গাজার বেশির ভাগ মানুষ আজ ঘরবাড়ি ছাড়া। তাদের মধ্যে অনেকে সড়কে বা পার্কে খোলা আকাশের নিচে বসবাস করছেন। এমন পরিস্থিতিতে রোববার ফিলিস্তিনি ছিটমহলে বিশেষ করে মধ্য ও দক্ষিণ গাজাজুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টি তাদের দুর্ভোগ আরো বাড়িয়েছে। সিভিল ডিফেন্স সার্ভিসের বরাতে এসব তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেন, বৃষ্টির কারণে তাঁবুর ভেতর দিয়ে পানি ঢুকে বাস্তুচ্যুত লোকদের বাসস্থানের মারাত্মক ক্ষতি হয়েছে। এতে তাদের সাথে থাকা দরকারি লাগেজ ও তোশক নষ্ট হয়ে গিয়েছে। অবিলম্বে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে বর্তমান পরিস্থিতির থেকেও বাজে মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। মাহমুদ বাসাল শীতকালে গাজায় বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের তাঁবু সরবরাহের জন্য দ্রুত হস্তক্ষেপ করতে জাতিসঙ্ঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করেন।
গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৪৪,২০০ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু এবং ১,০৪,৫০০ জনেরও বেশি আহত হয়েছে। গাজায় হামলার দ্বিতীয় বছরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণের সংস্থাগুলোকে ত্রাণ বিতরণে বাধা দিয়ে একটি জনপদকে ধ্বংস করার ইচ্ছাকৃত প্রচেষ্টা আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গাজায় নৃশংস যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি হচ্ছে ইসরাইলকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা